মাহমুদা মৌমিতার হিজাব পরে সংবাদ পাঠ করার ঘটনা দেশে প্রথম নয়

সম্প্রতি, মূলধারার সংবাদমাধ্যম ‘ Independent Tv’ তে একজন সংবাদ পাঠিকার হিজাব পরে সংবাদ পাঠ করাকে কেন্দ্র করে সুনির্দিষ্ট দুইটি দাবি ছড়িয়েছে। 

দাবি ১

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে লেখা রয়েছে, “উপস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা। রোববার সকালে প্রথমবারের মতো হিজাব পরে খবর পড়েন ইনডিপেনডেন্ট চ্যানেলের জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা মাহমুদা মৌমিতা।” 

mScreenshot source: Facebook 

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।

দাবি ২

কিছু পোস্টে একই তথ্যের সাথে “গত রবিবার সকালে বাংলাদেশে প্রথমবারের মতো, হিজাব পরিধান করে সংবাদ পাঠ করেন, ইনডিপেনডেন্ট টিভি চ্যানেলের জনপ্রিয় সংবাদ পাঠিকা মাহমুদা মৌমিতা।”

Screenshot source: Facebook 

উক্ত দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, মাহমুদা মৌমিতা কর্তৃক হিজাব পরে খবর পড়ার ঘটনাটি দেশে প্রথমবারের মতো ঘটা কোনো ঘটনা নয় বরং পূর্বেও হিজাব পরে খবর পড়ার ঘটনা ঘটেছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বলা হয়েছে, গত রবিবার (৫ ফেব্রুয়ারি) ইনডিপেনডেন্ট টিভির সকালের সংবাদে হিজাব পরে খবর পড়েন মাহমুদা মৌমিতা। 

এই তথ্যের সূত্র ধরে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত ৫ ফেব্রুয়ারি প্রকাশিত একটি ভিডিওতে মাহমুদা মৌমিতাকে হিজাব পরেই সংবাদ পাঠ করতে দেখা যায়। 

Screenshot source: YouTube 

অর্থাৎ, ছড়িয়ে পড়া পোস্টগুলোর সাথে সংযুক্ত স্ক্রিনশটটি সত্য। মাহমুদা মৌমিতা হিজাব পরেই খবর পাঠ করেছেন। 

ছড়িয়ে পড়া পোস্টগুলোতে উল্লেখ করা হয়েছে, “উপস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন মৌমিতা। বাংলাদেশে প্রথমবারের মতো হিজাব পরে সংবাদ পাঠ করেছেন তিনি।”

এ বিষয়ে অনুসন্ধানে ইউটিউবে বন্ধ হয়ে যাওয়া বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্ত টিভিতে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওতে এক নারীকে হিজাব পরেই সংবাদ পাঠ করতে দেখা যায়। 

ভিডিওটি ২০১৮ সালে প্রকাশ করা হলেও ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি প্রচারিত হয়েছিল ২০০৮ সালের নির্বাচন পূর্ব সময়ে। 

Screenshot source: YouTube  

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘দিগন্ত’ ২০০৮ সালের ২৮ আগস্ট পূর্ণ সম্প্রচার শুরু করে। ২০১৩ সালের ৬ মে বিটিআরসি চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেয় বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। 

দিগন্ত টিভিতে সংবাদ পাঠিকা কর্তৃক হিজাব পরে সংবাদ পাঠ করার একাধিক ভিডিও (, , ) ইউটিউবের বিভিন্ন চ্যানেলে খুঁজে পাওয়া যায়। দিগন্ত টিভির সম্প্রচার ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়ায় এসব ভিডিও ২০১৩ সালের পূর্বেই ধারণ করা বলে প্রতীয়মান হয়। 

পরবর্তীতে দিগন্ত টিভির সাবেক সংবাদ পাঠিকা তাযকিয়া বিনতে নাজীবের ফেসবুক অ্যাকাউন্টে গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

তাযকিয়া লিখেছেন, “২০০৮ সালের ২৮শে অগাস্ট প্রথম “হিজাব” সহ সংবাদ উপস্থাপন শুরু করি “দিগন্ত টিভি” তে। যা ২০১৩ এর ৫ই মে পর্যন্ত বহাল ছিলো।”

Screenshot source: Facebook 

অর্থাৎ, দিগন্ত টিভিতে প্রতিষ্ঠা লগ্ন থেকে সম্প্রচার বন্ধের আগ পর্যন্ত সংবাদ পাঠিকারা হিজাব পরেই সংবাদ পাঠ করেছেন। 
এছাড়া, বেসরকারি আরেক টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ইউটিউব চ্যানেলেও ২০২২ সালে এক নারী সংবাদ পাঠিকার হিজাব পরে সংবাদ পাঠ করার ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot source: YouTubeঅর্থাৎ,

অর্থাৎ, মাহমুদা মৌমিতার হিজাব পরে সংবাদ পাঠ করার ঘটনা দেশে প্রথম নয়।

মূলত, সাম্প্রতিক সময়ে ইনডিপেনডেন্ট টিভিতে হিজাব পরে সংবাদ পাঠ শুরু করেন মাহমুদা মৌমিতা নামের এক সংবাদ পাঠিকা। এই তথ্যকে ফেসবুকে “উপস্থাপনায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছেন মৌমিতা। বাংলাদেশে প্রথমবারের মতো হিজাব পরে সংবাদ পাঠ করেছেন তিনি।” শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ২০০৮ সাল থেকেই দিগন্ত টিভিতে হিজাব পরে সংবাদ পাঠ করার রীতি ছিল। 

সুতরাং, মাহমুদা মৌমিতা কর্তৃক সাম্প্রতিক সময়ে হিজাব পরে সংবাদ পাঠ করাকে বাংলাদেশে প্রথমবারের মতো হিজাব পরে সংবাদ পাঠ শীর্ষক দাবিতে প্রচার করা হচ্ছে ; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img