বাজারে অগ্নিকাণ্ডের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে এটি সম্প্রতি লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাটে হিন্দু সম্প্রদায়ের মানুষের দোকানে আগুন দেয়ার ভিডিও।
ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ১১ জুলাইয়ের এবং পুড়ে যাওয়া দোকানগুলো হিন্দু সম্প্রদায়ের কারো নয় বরং দুর্ঘটনাজনিত কারণে পুড়ে যাওয়া এসব দোকানের মালিক সকলেই মুসলিম।
অনুসন্ধানে Uk sifat 007 নামের একটি ইউটিউব চ্যানেলে গত ১১ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে প্রচারিত ভিডিওর বেশ কিছু দৃশ্য মিলে যায়। ইউটিউবের এই ভিডিও থেকে জানা যায়, লক্ষ্মীপুরেী মজু চৌধুরীর হাট জিরো পয়েন্ট রোড মার্কেটে আগুন লাগার দৃশ্য এটি।
এই অগ্নিকাণ্ডের বিষয়ে মূল ধারার সংবাদমাধ্যম ডিবিসি নিউজের গত ১১ জুলাই প্রকাশিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদের বরাতে জানা যায়, গত ১১ জুলাই ভোরবেলা বাজারের দক্ষিণ পাশে আগুন ধরে যায় এবং ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর আগেই ১৮টি দোকান পুড়ে যায়।
যুগান্তরের এক প্রতিবেদন থেকে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে লক্ষ্মীপুরের স্থানীয় সংবাদমাধ্যম লক্ষ্মীপুরটোয়েন্টিফোর এর একটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে।
জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এর লক্ষ্মীপুর প্রতিনিধি সানা উল্লাহ সানু রিউমর স্ক্যানারকে বলেছেন, “এটি আন্দোলনের অনেক আগের ঘটনা। ১১ জুলাই। এটা ছিল সত্যিই একটা দূর্ঘটনা। দোকানদার সবাই মুসলিম। যে এলাকায় এটা ঘটেছে, সে এলাকায় কোন হিন্দু বাসিন্দা নেই।”
সুতরাং, লক্ষ্মীপুরে প্রায় এক মাস পূর্বের কিছু দোকানে অগ্নিকাণ্ডের ঘটনাকে সাম্প্রতিক সাম্প্রদায়িক ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Uk sifat 007: YouTube Video
- DBC News: লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হলো ১৮টি দোকান
- Rumor Scanner’s own analysis