কুয়াকাটায় বাচ্চাসহ জলপরী ধরা পড়ার দাবিটি ভুয়া 

সম্প্রতি, পটুয়াখালীর কুয়াকাটায় বাচ্চাসহ একটি জলপরী ধরা পড়েছে দাবিতে ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

বাচ্চাসহ জলপরী

টিকটকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)। 

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, কুয়াকাটায় বাচ্চাসহ জলপরী ধরা পড়ার দাবিটি সঠিক নয় বরং, ভিডিওটি রায়না নামের একজন কানাডিয়ান নারীর, যিনি একজন পেশাগত জলপরী। 

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে Raina Mermaid নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর Mermaid Flaps Tail on Sand (shorts) শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটি দাবিতে প্রচারিত ভিডিওটির সাথে উক্ত ভিডিওর মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner

এছাড়াও ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি একটি কানাডিয়ান মারমেইড ইনকর্পোরেশনের দ্বারা নির্মিত ভিডিও। ভিডিওটিতে থাকা নারীর নাম রায়না। যিনি একজন পেশাগত জলপরী। ২০০৭ সাল থেকে তিনি জলপরী হিসেবে কাজ করছেন। পাশাপাশি আরও জানা যায়, তিনিই প্রথম রেজিস্টার্ড জলপরী হিসেবে ব্যবসা শুরু করেন এবং কানাডাতে তার সাঁতার শেখানোর একটি স্কুলও রয়েছে। 

পরবর্তীতে তার চ্যানেলটির বিবরণী থেকে জানা যায়, তিনি মূলত শিক্ষামূলক অনুষ্ঠান এবং শিশুদের অনুষ্ঠানে জলপরী হিসেবে পারফর্ম করেন।

তিনি এবং তার স্বামী হ্যালিফ্যাক্স মারমেইডস নামের একটি কানাডিয়ান মারমেইড ইনকর্পোরেশন চালু করেন। এছাড়াও তাদের একটি ছেলে সন্তানও রয়েছেন। আলোচিত ভিডিওটিতে রায়নাকে মূলত তার ছেলে সন্তানের সাথেই দেখতে পাওয়া যায়। উক্ত ভিডিওটি ব্যতীতও তিনি তার সন্তানকে নিয়ে চ্যানেলটিতে আরও কিছু ভিডিও প্রচার করেন। এমন কিছু ভিডিও দেখুন এখানে এবং এখানে

সুতরাং, কুয়াকাটায় বাচ্চাসহ একটি জলপরী ধরা পড়েছে দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img