বুধবার, সেপ্টেম্বর 27, 2023
spot_img

নারী ফুটবলারদের বিয়ে নিয়ে প্রচারিত মন্তব্যটি কাজী সালাউদ্দীনের নয়

সম্প্রতি “এখন কোনো পুরস্কার দিতে না পারলেও কথা দিলাম মেয়েরা বড় হলে ওদের বিয়ের সমস্ত খরচ বাফুফে থেকে দেয়া হবে” শীর্ষক শিরোনামের একটি তথ্য বাফুফে প্রেসিডেন্ট কাজী সালাউদ্দীনের বক্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত হচ্ছে। 

ফেসবুকে প্রচারিত এরকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 
পোস্ট গুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, কাজী সালাউদ্দীন নারী ফুটবলারদের বিয়ের ব্যাপারে এরকম কোনো মন্তব্য করেন নি বরং ফুটবলের একটি ট্রল পেজ থেকে উক্ত বক্তব্যটি সর্বপ্রথম কাজী সালাউদ্দীনের নামে প্রচার করা হয়।


কি ওয়ার্ড সার্চের মাধ্যমে, ‘কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দীন ওরফে সভাপতি সালাউদ্দিন’ নামের একটি ফেসবুক পেজে ২০২২ সালের ২১ সেপ্টেম্বর “সাফ শিরোপা জেতায় পুরুষ্কার হিসেবে মেয়েদের বিয়ের সমস্ত খরচ বাফুফের কাধে নিলাম” শীর্ষক শিরোনামের একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।

উক্ত পেইজ পর্যবেক্ষণ করে বোঝা যায়, এটি ফুটবলের একটি ট্রল পেজ। বিভিন্ন সময় ফুটবল নিয়ে ট্রল পোস্ট করা হয়। 

এছাড়াও, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ফেসবুক পেজ, গণমাধ্যমের সংবাদ অনুসন্ধান করে কোথাও উক্ত বক্তব্য খুঁজে পাওয়া যায় নি।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাফজয়ী নারী ফুটবল দল ঢাকায় আসলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের পুরস্কার দেয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কাজী সালাউদ্দীন জানান, ‘বাফুফের এখন ফান্ড কম, আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের  দুই সহ-সভাপতি ৫০ লক্ষ করে ১ কোটি টাকা পুরস্কার জোগাড় করে দিয়েছে। এরপরে অন্য স্পন্সর বা আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আর্থিক পুরস্কার দিতে চায়, আমরা তাদের কাছ থেকে সব অর্থ সংগ্রহ করব, এবং সবার মাঝে সমান ভাবে ভাগ করে দিব। এখান থেকে বাফুফে নিজে কোনো টাকা রাখবে না।’

এছাড়াও, অন্য আরেকটি সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতির কাছ থেকে সাফজয়ী ফুটবলারদের জন্য পুরস্কার আছে কিনা প্রশ্ন করা হলে রসিকতা করে কাজী সালাউদ্দীন বলেন, ‘অনেক ভালোবাসা আর অভিনন্দন। আমি তো পারলে প্রত্যেককে ২ কোটি টাকা করে দিয়ে দিতাম। তবে সেটা সম্ভব না।’

এসকল বক্তব্য নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার করা হয়।

মূলত, প্রথমবারের মতো বাংলাদেশ নারী সাফ চ্যাম্পিয়নশীপ শিরোপা জয়কে কেন্দ্র করে একটি ট্রল পেজ থেকে বাফুফে সভাপতির নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হলেও পরবর্তীতে এটি কাজী সালাউদ্দীনের বাস্তব মন্তব্য দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সুতরাং, “এখন কোনো পুরস্কার দিতে না পারলেও কথা দিলাম মেয়েরা বড় হলে ওদের বিয়ের সমস্ত খরচ বাফুফে থেকে দেয়া হবে” মন্তব্যটি মিথ্যা।

তথ্যসূত্র

ফেসবুক পেজ : কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দীন ওরফে সভাপতি সালাউদ্দিন

ফেসবুক পেজ: বাফুফে

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img