সম্প্রতি, ‘ ইসলামী চেতনা বুকে ধারন করেই মৃত্যুর স্বাদ গ্রহন করে চলে গেলেন দেশবরেণ্য বক্তা কোরআনের পাখি আল্লামা জুনায়েদ আল হাবীব ‘ শীর্ষক দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন পোস্ট ( আর্কাইভ) , পোস্ট ( আর্কাইভ) , পোস্ট ( আর্কাইভ), পোস্ট ( আর্কাইভ) এবং পোস্ট ( আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরীর সভাপতি জুনায়েদ আল হাবীব মারা যাননি বরং তিনি সুস্থ আছেন এবং বর্তমানে তিনি তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় অবস্থান করছেন।
দাবিটি নিয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যানার টিম প্রথমেই মাওলানা জুনায়েদ আল হাবীবের ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে।
ফেসবুক পেজটি পর্যবেক্ষণে, গত ১৩ আগস্ট জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকার মিলনায়তনে আয়োজিত একটি প্রতিনিধি সম্মেলনে মাওলানা জুনায়েদ আল হাবীবের দেওয়া বক্তৃতার একটি ভিডিও ক্লিপ খুঁজে পাওয়া যায়।
একই দিনে তার ফেসবুক পেজে প্রকাশিত আরো একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্ট থেকে জানা যায়, গত ১৩ আগস্ট, রবিবার, সকাল ৭ টায়, জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকা মাদ্রাসা মিলনায়তনে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ৭ নং জুন ঢাকা-সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের উদ্যোগে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এবং উক্ত সম্মেলনে মাওলানা জুনায়েদ আল হাবীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ পর্যন্ত অনুসন্ধানে প্রতীয়মান হয়, মাওলানা জুনায়েদ আল হাবীব সুস্থই ছিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।
পরবর্তীতে অনুসন্ধানে মাওলানা জুনায়েদ আল হাবীবের জামাতা মুহাম্মদ নূর আলম সিদ্দিকীর ভেরিফায়েড ফেসবুক পেজে একইদিনে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
পোস্টটিতে তিনি লিখেন, “আলহামদুলিল্লাহ! শ্রদ্ধেয় শশুর আল্লামা জুনায়েদ আল হাবীব সুস্থ আছেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”
পাশাপাশি দাবিটি প্রসঙ্গে অধিকতর নিশ্চিত হতে গতকাল (১৪ আগস্ট) দুপুরে জুনায়েদ আল হাবীবের ছেলে মাহমুদ আল হাবীবের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম।
তিনি রিউমর স্ক্যানারকে জানান, গত শুক্রবার (১১ আগস্ট) রাতে তার বাবার হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয়। তারপর তাকে মিরপুর-২ এ হার্ট ফাউন্ডেশন হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার ইসিজি, ব্লাড টেস্ট করাতে বলেন। পরবর্তীতে রিপোর্ট পর্যবেক্ষন করে গুরুতর কোনো সমস্যা নেই বলে বিষয়টি ডাক্তার নিশ্চিত করেন। পরবর্তীতে তাকে বাসায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, বর্তমানে তার বাবা সুস্থ আছেন এবং তিনি তার নিজ মাদ্রাসায় অবস্থান করছেন।
এছাড়া জুনায়েদ আল হাবীবের জামাতা মো: নূর আলম সিদ্দিকীও রিউমর স্ক্যানারকে তার শ্বশুর সুস্থ আছেন বলে নিশ্চিত করেন।
মূলত, গত ১১ আগস্ট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামিয়া কাসিমিয়া আশরাফুল উলূম ঢাকার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব । পরবর্তীতে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তেমন কোনো সমস্যা না থাকায় তাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবার। পরবর্তীতে উক্ত ঘটনাকে কেন্দ্র করে মাওলানা জুনায়েদ আল হাবীব মারা গেছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে জানা যায়,মাওলানা জুনায়েদ আল হাবীব মারা যাননি এবং সুস্থ আছেন।
সুতরাং, মাওলানা জুনায়েদ আল হাবীব মারা গিয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Allama Junaid Al Habib Facebook Page : Allama Junaid Al Habib Facebook Activity
- Md Nur Alam Siddiki Facebook Page : Md Nur Alam Siddiki Facebook Post
- Statement of Junaid Al Habib’s Son
- Statement of Junaid Al Habib’s son in law