তিব্বতে ভূমিকম্পের দৃশ্য দাবিতে জাপানের পুরোনো ভিডিও প্রচার

গত ৭ জানুয়ারি, মঙ্গলবার তিব্বতের শিগাতসে অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত ও ১৮৮ জন আহত হয়েছেন।এর প্রেক্ষিতে, তিব্বতে ভূমিকম্পর দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ইউটিউবে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটি তিব্বতের সাম্প্রতিক ভূমিকম্পের ভিডিও নয়, বরং জাপানের পুরোনো ভূমিকম্পের ভিডিও। 

দাবিটির বিষয়ে অনুসন্ধানের জাপানের গণমাধ্যম ‘দ্য মাইনিচি’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি ‘Car’s dashcam records Japan quake’s violent shaking, collapsing houses, tsunami’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে একই ভিডিওর সন্ধান পাওয়া যায়।

পাশাপাশি জানা যায়, উক্ত ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের সুজু শহরে ঘটে যাওয়া ভূমিকম্পের। এছাড়াও জানা যায়, ইশিকাওয়া প্রদেশের সুজুতে ‘চৌজুকাই’ নামে বয়স্কদের জন্য পরিচালিত একটি নার্সিং হোম প্রতিষ্ঠানের গাড়ির সামনের ক্যামেরায় উক্ত ঘটনাটি ধরা পড়ে। 

Video Comparison by Rumor Scanner

পরবর্তী অনুসন্ধানে জাপানের নিপ্পন টেলিভিশন এর ওয়েবসাইটে ২০২৪ সালের ২ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা যায়, এতে সংযুক্ত ভিডিওর ১১ সেকেন্ড থেকে ২৫ সেকেন্ড পর্যন্ত সময়ের ফুটেজের সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

Screenshot: 日テレNEWS NNN

এছাড়াও প্রতিবেদনটি ইংরেজি ভাষায় অনুবাদের মাধ্যমে ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারি জাপানের সুজু শহরে ঘটে যাওয়া ভূমিকম্পের সময় ধারণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।

সুতরাং, তিব্বতের ভূমিকম্পের ভিডিও দাবিতে জাপানের পুরোনো ভূমিকম্পের ভিডিও প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img