গত ২৬ নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের সাবেক অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে নেওয়ার সময় তার সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত ও বেশ কয়েকজন আহত হন। এর প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে হ’ত্যাকাণ্ডে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় যমুনা টেলিভিশনে সনাতনীদের দায়ী করে সংবাদ প্রচার করার অভিযোগ তুলে ইসকন একটি প্রতিবাদ লিপি দিয়েছে শীর্ষক একটি দাবি ছড়িয়ে পড়েছে। ইসকন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী সাক্ষরিত কথিত এই সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ এবং ভারতের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রচার হতে দেখেছে রিউমর স্ক্যানার।
ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ভারতীয় ফেসবুক আইডি থেকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, যমুনা টেলিভিশনকে জড়িয়ে ইসকনের নামে প্রচারিত বিজ্ঞপ্তিটি আসল নয় বরং, নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে ইসকনের শোকবার্তা প্রকাশের একটি বিজ্ঞপ্তিকে সম্পাদনার মাধ্যমে ভুয়া এই বিজ্ঞপ্তি তৈরি করে প্রচার করা হয়েছে।
আলোচিত বিজ্ঞপ্তিটির বিষয়ে অনুসন্ধানে Iskcon Bangladesh এর অফিসিয়াল ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে ২৬ নভেম্বর প্রচারিত একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। বিজ্ঞপ্তিটি পর্যালোচনা করে দেখা যায়, উক্ত বিজ্ঞপ্তির স্মারক নং- ৯০/২০২৪ এবং প্রকাশের তারিখ ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. এর সাথে আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তির স্মারক নং এবং প্রকাশের তারিখের মিল রয়েছে। কিন্তু উক্ত বিজ্ঞপ্তিটি আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুতে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে শোক প্রকাশ করে প্রচার করা হয়।
পরবর্তীতে ইসকন বাংলাদেশ- এর ফেসবুক পেজ পর্যালোচনা করে ২৭ নভেম্বর প্রচারিত আরেকটি পোস্ট খুঁজে পাওয়া যায়।
উক্ত পোস্টটির মাধ্যমে জানানো হয় আলোচিত দাবিতে প্রচারিত বিজ্ঞপ্তিটি ভুয়া। মূলত ইসকনের ৯০ নং স্মারক বিবৃতিটি সম্পাদনার মাধ্যমে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনায় যমুনা টিভিতে প্রচারিত সংবাদে মিথ্যাচারের অভিযোগ এনে ইসকান বাংলাদেশ এর নামে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিটি এডিটেড বা সম্পাদিত।
তথ্যসূত্র
- Iskcon Bangladesh Official Facebook Page Post