সম্প্রতি, মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির একটি ফটোকার্ডে “রূপগঞ্জে জামাতের দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৮” শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে।

উক্ত দাবিতে ছড়িয়ে পড়া পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, “রূপগঞ্জে জামাতের দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৮” শীর্ষক দাবিতে যমুনা টিভি কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, যমুনা টিভি কর্তৃক প্রকাশিত ভিন্ন শিরোনামের একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে যমুনা টিভি’র নাম, লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২৮ জানুয়ারি ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে অনুসন্ধানে গত ২৮ জানুয়ারি গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজে “রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৮” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির সাথে এই ফটোকার্ডটির ডিজাইন, ফন্ট এবং ছবির মিল রয়েছে। কিন্তু এই ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে “বিএনপি” শব্দটি পরিবর্তন করে “জামাতের” করা হয়েছে।

যমুনা টিভির প্রতিবেদন থেকে জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সুতরাং, “রূপগঞ্জে জামাতের দুই গ্রুপের সংঘর্ষ ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১৮” শীর্ষক শিরোনামে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।