সম্প্রতি ‘লাহোর শ্যাষ। বায় বায় টা টা। এখন বেলুচিস্তান কে মুক্ত করে দিলেই মিশন কমপ্লিট’ শীর্ষক শিরোনামে পাকিস্তান-ভারত সংঘাতের দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
একই দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তানের লাহোরে হামলার নয়। বরং এটি ২০২৪ সালে ইসরায়েলের নেগেভে নেভাটিম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও।এ বিষয়ে অনুসন্ধানে ‘ILRedAlert’ নামক এক্স অ্যাকাউন্টে ২০২৪ সালের ০১ অক্টোবর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে।

পরবর্তীতে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে ‘General Inspector’ নামক আরেকটি এক্স একাউন্টে একই তারিখে অর্থাৎ ২০২৪ সালের ০১ অক্টোবরে ‘مشاهد توثق سقوط الصواريخ الإيرانية على قاعدة نفاطيم الجوية بالنقب.’ শীর্ষক শিরোনামে একই ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

আরবি ভাষায় প্রকাশিত উক্ত পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, “নেগেভের নেভাটিম বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র পড়ার ভিডিও ফুটেজ।” (অনূদিত)
এছাড়া, ভিন্ন কোণ থেকে ধারণকৃত একই ঘটনার ভিডিও ‘Middle East Observer’ ০১ অক্টোবরে (২০২৪) ‘Another view from the Nevatim Airbase getting bombed by Iranian missiles’ শীর্ষক শিরোনামে প্রকাশ করা হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে (২০২৫) পাক-ভারত সংঘাতের আগে থেকেই ইন্টারনেটে রয়েছে।
সুতরাং, ২০২৪ সালে ইসরায়েলের বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ভিডিওকে সাম্প্রতিক সময়ে পাকিস্তান-ভারত সংঘাতে পাকিস্তানের লাহোরে হামলার দৃশ্য দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- X Post: ILRedAlert
- X Post: General Inspector
- X Post: Middle East Observer