ইনসাফের নারী অধিকার বিষয়ক আলোচনা সভায় নারীদের অংশগ্রহণ না থাকার দাবিটি ভুয়া

গত ২৩ আগস্ট রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে নারীর মর্যাদা, নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠিত ইনসাফ ফাউন্ডেশনের আত্মপ্রকাশমূলক সেমিনার অনুষ্ঠিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পোস্টে দাবি করা হচ্ছে, নারীর অধিকার নিয়ে অনুষ্ঠান হলেও এতে কোনো নারীর অংশগ্রহণ ছিল না। 

এই দাবিতে ফেসবুকের কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে। 

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ইনসাফ ফাউন্ডেশনের আলোচনা সভায় নারীদের অংশগ্রহণ না থাকার দাবিটি সঠিক নয় বরং, উক্ত অনুষ্ঠানে পর্দার পেছনে ৮০ এর অধিক নারীর অংশগ্রহণ ছিল এবং তারা তাদের মতামতও জানিয়েছেন। 

এ বিষয়ে অনুসন্ধানে বারিয়াহ বিনতে আতিয়ার নামে এক নারীর ফেসবুক অ্যাকাউন্টে গত ২৩ আগস্ট এই অনুষ্ঠান নিয়ে প্রকাশিত এক পোস্টের কমেন্ট থেকে জানা যায়, তিনি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Screenshot: Facebook 

একই ব্যক্তি গতকালের (২৭ আগস্ট) আরেক পোস্টে কিছু ছবি যুক্ত করে জানান, “এই প্রোগ্রামে এই যে সাদা পর্দার এ পারে ছিল নারীরা। হলের এন্ট্রেন্স থেকে শুরু করে বসার সিট পর্যন্ত যেই রয়াল ট্রিটমেন্ট দিয়েছিলো আমাদেরকে মা শা আল্লাহ। আমরা মেয়েরা উঠেছি এক্সেলেটর দিয়ে আর ছেলেরা সিড়ি দিয়ে। মেয়েদের জন্য যে পথ বরাদ্দ সেখানে আমাদেরকে সংবর্ধণা জানানোর জন্য ছোট ছোট ছেলে বাচ্চাদেরকে নিযুক্ত করেছিলো,পিচ্চিগুলো পুরো প্রটোকোল দিয়ে নিয়ে যাচ্ছিলো।”

Screenshot: Facebook 

তিনি পোস্টে উল্লেখ করেন, “এই অনুষ্ঠানের মূল কেন্দ্র জুড়ে নারীরাই ছিলো,নারীদের সুবিধা অসুবিধা,তাদের ন্যায্য অধিকার নিয়েই কথা বলা হয়েছে। এরপরে আমাদের কাছে প্রত্যেকের হাতে হাতে ফর্ম দেয়া হয়েছিলো আমাদের থেকে আমাদের মতামত নেয়ার জন্য যে ইনসাফের এই কার্যক্রমে নারীদের জন্য আর কি কি যুক্ত করা যেতে পারে।” 

পরবর্তী অনুসন্ধানে ইনসাফ ফাউন্ডেশনের ফেসবুকের পেজের এ সংক্রান্ত একটি পোস্টের কমেন্টে ইনসাফ কর্তৃপক্ষ জানায়, এই সেমিনারে ৮০ এর অধিক নারী অংশ নিয়েছিলেন।

Screenshot: Facebook

সুতরাং, ইনসাফ ফাউন্ডেশনের আলোচনা সভায় কোনো নারী না থাকার দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img