ভারতীয় নারী বিজ্ঞানী-প্রকৌশলীদের উচ্ছ্বাস প্রকাশের এই ছবিটি চন্দ্রযান-৩ চাঁদে অবতরণের ঘটনার নয়

সম্প্রতি ‘ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের পর ইসরোর নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের আনন্দ-উল্লাস’ শীর্ষক দাবিতে একটি ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট  (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ)।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন জনকণ্ঠ, জাগোনিউজ২৪, প্রতিদিনের সংবাদ, নিউজজি২৪, বাহান্ন নিউজ, দৈনিক শিক্ষা, বাংলা ইনসাইডার, কুমিল্লার কাগজ, সোনার দেশ, আজকের প্রত্যাশা, চাঁদনী বাজার

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন ইন্ডিয়া টাইমস

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ভারতীয় নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের উচ্ছ্বাস প্রকাশের মুহূর্ত দাবিতে প্রচারিত ছবিটি চন্দ্রযান-৩ অবতরণের ঘটনার নয়। প্রকৃতপক্ষে এটি ২০১৪ সালে ভারতের সফল মঙ্গল অভিযান পরবর্তী সময়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নারী বিজ্ঞানীদের সফলতা উৎযাপনের মুহূর্তের পুরোনো ছবি। 

ছবিটি নিয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবি শেয়ারিং এবং স্টোরেজ সংক্রান্ত ওয়েবসাইট গেটি ইমেজে ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর ‘INDIA-SPACE-SCIENCE-MARS’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ছবি খুঁজে পাওয়া যায়। 

Screenshot: Getty Images

ছবিটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর মাসে ধারণকৃত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর ভারতীয় কর্মীরা ব্যাঙ্গালোরে ISRO টেলিমেট্রি, ট্র্যাকিং এবং কমান্ড নেটওয়ার্কে (ISTRAC) মার্স অরবিটার স্পেসক্রাফ্ট (MoM) সফলভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করার পর উদযাপনের মুহূর্ত এটি।

এছাড়া একই ছবি খুঁজে পাওয়া যায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি নিউজে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর ‘India’s Mars mission: Picture that spoke 1,000 words’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও। 

Screenshot: BBC News

প্রতিবেদনটি থেকে জানা যায়, মঙ্গলগ্রহের কক্ষপথে সফলভাবে স্যাটালাইট প্রবেশের পর ভারতীয় নারীদের এই ছবিটি তুলেছেন বার্তা সংস্থা এএফপির চিত্রগ্রাহক মানজুনাথ কিরন।

উপরিউক্ত ছবি দুইটি থেকে প্রতীয়মান হয় যে, ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের পর ইসরোর নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের আনন্দ-উল্লাসের দাবিতে প্রচারিত ছবিটি পুরানো এবং এটি ভারতের মঙ্গলগ্রহ অভিযানের।

চন্দ্রযান-৩ এ ভারতীয় নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদান

সদ্য চাঁদে অবতরণ করা ভারতের নবযান চন্দ্রযান-৩ এ ইসরোর নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের অবদান নিয়ে অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে গত ২৩ আগস্ট ‘Chandrayaan-3: Meet the scientists who put India on the Moonশীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটিতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কর্মকর্তার বরাতে বলা হয়, দেশটির ৫৪ জন নারী প্রকৌশলী ও বিজ্ঞানী চন্দ্রযান-৩ মিশনে সরাসরি অংশগ্রহণ করেছে। তারা প্রত্যেকেই এই প্রকল্পে সহযোগী, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ও প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

Screenshot: Times of India

পাশাপাশি ভারতীয় গণমাধ্যম সিএনবিসিটিভি১৮ এ গত ২৪ আগস্ট ‘Chandrayaan-3 Victory — Women scientists at the helm of India’s lunar exploration’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে চন্দ্রযান-৩ মিশনে কাজ করা কয়েকজন নারী বিজ্ঞানী ও প্রকৌশলীর পরিচয় সম্পর্কে জানা যায়।

Screenshot: CNBCTV18

এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ভানিতা মুথাইয়া ও ঋতু কারিদাল। এর মধ্যে ঋতু কারিদাল চন্দ্রযান-২ এর মিশন ডিরেক্টর ও মঙ্গলে স্যাটালাইট প্রেরণ মিশনের ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন। অপরদিকে ভানিতা মুথাইয়া ছিলেন চন্দ্রযান-২ এর প্রজেক্ট ডিরেক্টর। এছাড়া ভারতের মঙ্গল অভিযানের সাথেও সফলভাবে জড়িত ছিলেন তিনি।

Screenshot: CNBCTV18

প্রতিবেদনটি থেকে আরও যাদের নাম পাওয়া যায়, তারা হলেন মৌমিতা দত্ত, নন্দিনী হারিনাথ, অনুরাধা টিকেসহ প্রমুখ। 

মূলত, গত ২৩ আগস্ট বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারতের মহাকাশযান চন্দ্রযান-থ্রি চাঁদের বুকে অবতরণ করে। এরই প্রেক্ষিতে ভারতীয় নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের আনন্দ উদযাপনের একটি ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি পুরানো। প্রকৃতপক্ষে এটি ২০১৪ সালে ভারতের সফল মঙ্গল অভিযান পরবর্তী সময়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের সফলতা উৎযাপনের মুহূর্তের ছবি। 

সুতরাং, ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদে অবতরণের পর ইসরোর নারী বিজ্ঞানী ও প্রকৌশলীদের আনন্দ-উল্লাসের মুহূর্ত দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img