চাঁদা না দেওয়ায় বাংলাদেশে ব্যবসায়ীর সবজি নষ্ট করার দৃশ্য দাবিতে ভারতের ভিডিও প্রচার

সম্প্রতি, চাঁদা না দেওয়ার কারণে সবজি ব্যবসায়ীর পটল পিটিয়ে নষ্ট করে দিচ্ছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটির সাথে চাঁদাবাজির সম্পৃক্ততা নেই। এছাড়া ভিডিওটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে ন্যায্য মূল্য না পাওয়ায় চাষীর ফসল নষ্ট করার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Prag News এর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গত ২১ জুন প্রচারিত একটি ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।

Video Comparison by Rumor Scanner 

ভিডিওর শিরোনাম থেকে জানা যায়, ঘটনাটি ভারতের বিহার রাজ্যের ভাগলপুর জেলায় ঘটেছে। এতে দেখা যায়, এক কৃষক ন্যায্য দাম না পাওয়ায় ক্ষোভে নিজের ফসল নষ্ট করছেন। প্রতি কেজি পটলের মূল্য ২ রুপি প্রস্তাব করা হলে তিনি এই কাজ করেন।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে একাধিক ভারতীয় গণমাধ্যমে (, ) একই ভিডিওটির সন্ধান পাওয়া যায়। গণমাধ্যমগুলো থেকে জানা যায়, ন্যায্য মূল না পাওয়ায় কৃষকের ফসল নষ্ট করার এই ভিডিওটি বিহারের ভাগলপুর জেলার মথুরাপুর গ্রামের।

সুতরাং, ভারতের বিহার রাজ্যে ন্যায্য মূল না পাওয়ায় কৃষকের ফসল নষ্ট করার ভিডিওকে বাংলাদেশের সাম্প্রতিক চাঁদাবাজির দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img