গতকাল (৮ মার্চ) মাদারীপুরে বালুর ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে তিন ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন আতাউর রহমান সরদার ওরফে আতাবুর (৩৫), সাইফুল ইসলাম ওরফে হিটার সাইফুল (৩০) এবং তাদের চাচাতো ভাই পলাশ সরদার।
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মাথাবিহীন এক ব্যক্তিকে হাত-পা নড়াতে দেখা যায়। ভিডিওতে আর্তনাদের শব্দও শোনা যায়। এটি প্রচার করে দাবি করা হচ্ছে, এটি মাদারীপুরের আলোচিত হত্যাকাণ্ডের ভিডিও।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
একই দাবিতে এক্সে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটির সঙ্গে মাদারীপুরের আলোচিত তিন ব্যক্তি হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার দৃশ্য। মূল ভিডিওতে থাকা ব্যক্তিটি আসলে একটি গর্তে মাথা ঢুকিয়ে রেখেছে। তবে, দাবিকৃত ভিডিওতে মূল ভিডিওর খণ্ডিত অংশ প্রচারের ফলে ব্যক্তিটিকে মস্তকবিহীন বলে মনে হচ্ছে। এছাড়া, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিডিওটির অডিও পরিবর্তন করে আর্তনাদের শব্দও সংযোজন করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Balaji Bhagwanpur Dham’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ৭ মার্চ প্রকাশিত একই ভিডিওর দীর্ঘ সংস্করণ খুঁজে পাওয়া যায়। আলোচিত দাবির সঙ্গে প্রচারিত ভিডিওটি মূলত এই ভিডিওরই খণ্ডিত অংশ।

ভিডিওটির দীর্ঘ সংস্করণ পর্যবেক্ষণে দেখা যায়, এক ব্যক্তি একটি মূর্তির সামনে থাকা মাথা ঢুকিয়ে হাত-পা ছুঁড়ছেন। ভিডিওটিতে একজন নারীকেও একই আচরণ করতে দেখা যায়।
ভিডিওটির বর্ণনা ও শিরোনাম বিশ্লেষণে জানা যায়, এটি ভারতের উত্তর প্রদেশের আমেঠি জেলার একটি মন্দিরের ভিডিও।
অর্থাৎ, ভিডিওটি ভারতের ওই মন্দিরে ভূত তাড়ানোর উদ্দেশ্যে পালিত এক বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার চিত্র।
এছাড়া, দাবিকৃত ভিডিওটিতে আর্তনাদের শব্দ শোনা গেলেও মূল ভিডিওতে ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের সঙ্গে কীর্তন গাইতে শোনা যায়।
উক্ত ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে একই ধরনের আরও অনেক ভিডিও (১,২) রয়েছে। এসব ভিডিওতে বিভিন্ন ব্যক্তিকে একই গর্তে মাথা ঢুকিয়ে হাত-পা নড়াতে দেখা যায়। পাশাপাশি, সেখানে আরও একটি বড় গর্তের উপস্থিতিও লক্ষ্য করা যায়।
সুতরাং, মাদারীপুরের হত্যাকাণ্ডের দৃশ্য দাবিতে ভারতের একটি মন্দিরে ভূত তাড়ানোর উদ্দেশ্যে পালিত বিশেষ ধর্মীয় আনুষ্ঠানিকতার ভিডিও প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis.
- Balaji Bhagwanpur Dham: YouTube Video.