মুসলিম ঐক্য সংহতি সমাবেশের জন্য গোলাপবাগে জনসমাগমের দৃশ্য দাবিতে ভারতের ছবি প্রচার

আজ শনিবার (২৬ এপ্রিল) রাজধানীর সায়দাবাদ সংলগ্ন ঐতিহাসিক গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ঐক্য সংহতি সমাবেশ’। এতে সুন্নি ঘরানার শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্বরা অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার রাত থেকেই গোলাপবাগ মাঠে মানুষের ব্যাপক সমাগম হয়েছে দাবি করে কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

একই দাবিতে গণমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত পোস্ট দেখুন: বাহান্ন নিউজ। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ছবিগুলো আজকের মুসলিম ঐক্য সংহতি সমাবেশকে কেন্দ্র করে গেল রাতে গোলাপবাগ মাঠে জনসমাগমের কোনো দৃশ্যের নয়, বরং এগুলো ভারতের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে হায়দরাবাদের দারুসসালামে এআইএমআইএমের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশের ছবি।

এই বিষয়ে অনুসন্ধানে ‘Anwar Sadat – AIMIM’ নামের একটি ফেসবুক পেজে গত ১৯ এপ্রিল প্রকাশিত একটি পোস্টে একই ছবিগুলো খুঁজে পাওয়া যায়। পোস্টের ক্যাপশন অনুযায়ী, ছবিগুলো ভারতের ওয়াকফ সংশোধন বিলের (#WaqfAmendmentBill) বিরুদ্ধে এআইএমআইএম (সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন) পার্টির সদর দফতর দারুসসালাম এলাকায় অনুষ্ঠিত বিশাল জনতার প্রতিবাদ সমাবেশের দৃশ্যের।

পরবর্তীতে, এআইএমআইএমের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসির ফেসবুক পেজেও গত ১৯ এপ্রিল প্রকাশিত একটি পোস্টেও একই ছবিগুলো পাওয়া যায়। ওই পোস্টে একই স্থানে তোলা আরও কিছু ছবিও দেখা যায়। এমনকি, একই স্থানে তোলা দুটি ছবিতে এক ব্যক্তির হাতে ‘We Reject Waqf Amendment Bill’ লেখা প্ল্যাকার্ডও দেখা গেছে। 

Comparison: Rumor Scanner.

গত ১৯ এপ্রিল ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) যৌথভাবে হায়দরাবাদের দারুসসালামে অবস্থিত এআইএমআইএমের প্রধান কার্যালয়ে ওয়াকফ (সংশোধনী) আইন বিরোধী একটি প্রতিবাদ সভার আয়োজন করে।

পরবর্তীতে, গুগল ম্যাপে থাকা হায়দরাবাদের দারুসসালামে অবস্থিত এআইএমআইএমের প্রধান কার্যালয়ের ছবির সঙ্গে আলোচিত ছবিগুলোর তুলনা করলে স্থানের মিল পাওয়া যায়।

সুতরাং, ভারতের ওয়াকফ সংশোধন বিলের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ সমাবেশের ছবিকে ‘মুসলিম ঐক্য সংহতি সমাবেশ’-এর আগের রাতে গোলাপবাগ মাঠে জনসমাগমের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img