বাংলাদেশের সাম্প্রতিক বন্যার দৃশ্য দাবিতে ছড়ালো ভারতের ছবি

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বন্যার দৃশ্য দাবি করা দুটি ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথম ছবিতে দেখা যায়, একটি শিশু বন্যার পানিতে ভাসমান একটি পাতিলে শুয়ে আছে। দ্বিতীয় ছবিতে এক ব্যক্তিকে দেখা যায়, যিনি বন্যার পানি থেকে কিছু বিড়ালছানা বাঁচাতে মাথার ওপর বাঁশের ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন।

বন্যার দৃশ্য

প্রথম ছবিসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

দ্বিতীয় ছবিসহ ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দুটি ছবি বাংলাদেশের সাম্প্রতিক বন্যার নয় বরং প্রথম ছবিটি ভারতের ত্রিপুরা রাজ্যের চলমান বন্যার, এবং দ্বিতীয় ছবিটি ২০১১ সালে ভারতের ওড়িশা রাজ্যে সংঘটিত বন্যার দৃশ্য।

প্রথম ছবি যাচাই

প্রথম ছবিতে দেখা যায়, একটি শিশু বন্যার পানিতে ভাসমান পাতিলের ভেতরে শুয়ে আছে। এই ছবিটি ফেনীর দৃশ্য বলে দাবি করা হয়েছে। তবে ছবিটির উৎস খুঁজতে রিভার্স ইমেজ সার্চ করা হলে, গত ২০ আগস্ট দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একই ছবি পাওয়া যায়। ছবির ক্যাপশনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, এটি ভারতের ত্রিপুরা রাজ্যের সাম্প্রতিক বন্যার দৃশ্য।

Screenshot: X

ভারতের রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম) এর এক্স অ্যাকাউন্টে ২০ আগস্ট ত্রিপুরার বন্যার প্রেক্ষাপটে করা এক পোস্টেও একই ছবি ব্যবহৃত হয়েছে।

অর্থাৎ, প্রথম ছবিটি বাংলাদেশের ফেনী জেলার নয়, বরং ভারতের ত্রিপুরার।

দ্বিতীয় ছবি যাচাই

দ্বিতীয় ছবিতে দেখা যায়, এক ব্যক্তি বাঁশের ঝুড়িতে করে কিছু বিড়ালছানা মাথার ওপর তুলে নিয়ে যাচ্ছেন। এই ছবি প্রকৃত উৎস খুঁজতেও রিভার্স ইমেজ সার্চ করা হলে, স্টক ফটো ওয়েবসাইট অ্যালামিতে একই ছবি পাওয়া যায়। অ্যালামির বর্ণনায় জানা যায়, ছবিটি ২০১১ সালে ভারতের ওড়িশা রাজ্যের কটক শহরের উপকণ্ঠে তোলা হয়েছে।

ছবিটি বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ওয়েবসাইটেও পাওয়া যায়। এপির বর্ণনা অনুযায়ী, ২০১১ সালের ১০ সেপ্টেম্বর তোলা এই ছবিটি তোলা হয়েছে। এতে দেখা যায়, কটক শহরের উপকণ্ঠে এক গ্রামবাসী বন্যার পানির মধ্যে দিয়ে ঝুড়িতে করে বিড়ালের ছানাগুলোকে শুকনো স্থানে নিয়ে যাচ্ছিলেন। ছানাগুলোর পেছনে তাদের মা বিড়ালটিও সাঁতার কাটছিল।

Screenshot: AP

অর্থাৎ, দ্বিতীয় ছবিটিও বাংলাদেশের নয়, বরং ২০১১ সালের ভারতের ওড়িশা রাজ্যের একটি বন্যার দৃশ্য।

সুতরাং, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের কিছু অঞ্চলে বন্যার দৃশ্য দাবিতে ভারতের সাম্প্রতিক ও পুরোনো বন্যার দুটি ছবি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img