ভারত থেকে পরিচালিত পেজের স্ক্রিপ্টেড ভিডিওকে বাংলাদেশের সত্য ঘটনা দাবিতে প্রচার

সম্প্রতি, একটি অল্পবয়সী ছেলে বাসায় মায়ের বয়সী এক মহিলার মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে তার কাছ থেকে স্মার্টফোন কেড়ে নিয়ে নিজেই ফোন টিপছে, এমন একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ঘটনাটি বাংলাদেশের।

উক্ত দাবিতে এক্স- এ প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাসায় অল্পবয়সী ছেলে মায়ের বয়সী এক মহিলার মাথায় ব্যাট দিয়ে আঘাত করে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ব্যবহার করার প্রচারিত ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয় এবং এটি সত্য কোনো ঘটনারও নয় বরং, ভারত থেকে পরিচালিত একটি ফেসবুক পেজের স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এই বিষয়ে অনুসন্ধানে ‘IdeasFactory’ নামক একটি ফেসবুক পেজে ২০২৪ সালের ১ অক্টোবর আপলোডকৃত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির বাসার রুমের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর রুম এবং রুমে থাকা ওয়াল হ্যাংগিং, টিভি, শোকেস এর সাদৃশ্য লক্ষ্য করা যায়।

Comparison and Indicated by Rumor Scanner

ভিডিওটিতে ডিসক্লেইমার হিসেবে বলা হয়, দেখার জন্য ধন্যবাদ! অনুগ্রহ করে মনে রাখবেন যে এই পেজে চিত্রনাট্যকৃত নাটক (স্ক্রিপ্টেড ড্রামা) এবং ব্যঙ্গাত্মক পরিবেশনাও (প্যারোডি) দেখানো হয়। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো শুধুমাত্র বিনোদনমূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি! এই ভিডিওর চরিত্রগুলো বিনোদনমূলক ও শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য।

উক্ত ফেসবুক পেজটি (IdeasFactory’) পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি থেকে ডিসক্লেইমার দিয়ে নিয়মিত ভিডিও প্রচার করে।

পেজটির ‘ট্রান্সপারেন্সি’ বিভাগ যাচাই করে দেখা গেছে, পেজটি ভারত থেকে ৪ জন ব্যক্তি পরিচালনা করেন। জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর পেজটি ‘Whatanidea’ নামে তৈরি করা হয়। এরপর একই বছরের ৩১ অক্টোবর পেজটির নাম পরিবর্তন করে বর্তমান নাম ‘IdeasFactory’ রাখা হয়।

Screenshot: Facebook (IdeasFactory)

কিন্তু পেজটিতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। 

তবে, ভারতীয় ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ‘বুমলাইভ’ (BoomLive) এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ অক্টোবর একই ভিডিও নিয়ে প্রকাশিত একটি ফ্যাক্টচেক খুঁজে পাওয়া যায়।

বুম জানায়, ভিডিওটি ‘Ideas Factory’ নামের একটি ফেসবুক পেজ তৈরি করে পোস্ট করেছিল এবং তাতে একটি ডিসক্লেইমার ছিল যে এটি স্ক্রিপ্টেড। পেজটি অবশ্য তাদের মূল পোস্টটি ডিলিট করে ফেলেছে।

বুম এর ফ্যাক্টচেক-এ এ সংক্রান্ত ভিডিওর একটি আর্কাইভ খুঁজে পাওয়া যায়। আর্কাইভ থেকে জানা যায়, ভিডিওটি ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর আপলোড করা হয়েছিল।

অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি স্ক্রিপ্টেড।

সুতরাং, ভারত থেকে পরিচালিত একটি ফেসবুক পেজের স্ক্রিপ্টেড বা অভিনীত ভিডিওকে বাংলাদেশের সত্য ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img