সম্প্রতি একজন তরুণীর প্রায় ৭ টি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হয়েছে, “লাল বিপ্লবী আপনাদের সমন্বয়ক ঈশিতা জামান ডলি যিনি ফরিদপুর বোয়ালমারীর মাটি থেকে নেতৃত্ব দিত | হয়তোবা এই ছবি ভাইরাল হওয়ার পর সে সমন্বয়ক কমিটির বিছানায় নেতৃত্ব দিবে।”
অর্থাৎ, দাবি করা হয়েছে প্রচারিত ছবিগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ভিত্তিক সমন্বয়ক ও আন্দোলনকারী ঈশিতা জামান ডলি নামের একজন তরুণীর।
উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

উক্ত দাবিতে এক্সে (সাবেক টুইটার) প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ভিত্তিক সমন্বয়ক ও আন্দোলনকারী ঈশিতা জামান ডলি নামের কোনো তরুণীর নয়। প্রকৃতপক্ষে প্রচারিত ছবিগুলো বাংলাদেশেরই কোনো ব্যক্তির নয় বরং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা ভিত্তিক মডেল পায়েল মন্ডলের।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে প্রচারিত ছবিগুলোর উৎসের বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। পরবর্তী অনুসন্ধানে প্রচারিত সাতটি ছবি রিভার্স ইমেজ সার্চ করে অনুসন্ধান করলে প্রতিটি ছবি পায়েল মন্ডল নামের একটি ভেরিফাইড ফেসবুক পেজে বিভিন্ন সময়ে পোস্ট হতে দেখা যায় (১,২,৩,৪,৫,৬,৭)। প্রচারিত ছবিগুলো পায়েল মন্ডলের অন্যান্য ছবি ও ভিডিও এর সাথে তুলনা করলে নিশ্চিত হওয়া যায় যে ছবিগুলো পায়েল মন্ডলেরই।







পরবর্তী অনুসন্ধানে পায়েল মন্ডলের ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে পায় রিউমর স্ক্যানার টিম। উক্ত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটির বায়োতে দেখা যায়, পায়েল মন্ডল ভারতের কলকাতা ভিত্তিক একজন মডেল ও ইনফ্লুয়েন্সার।

তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করলেও দেখা যায় যে, উক্ত অ্যাকাউন্টটি মূলত ভারত থেকে পরিচালিত হচ্ছে।
তাছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুরে কোনো কমিটি হয়নি এবং ঈশিতা জামান ডলি নামে কোনো সমন্বয়কের নাম গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
সুতরাং, ভারতীয় মডেলের ছবিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর ভিত্তিক সমন্বয়ক ঈশিতা জামান ডলির আপত্তিকর ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Facebook Post
- Payel Mondal – Instagram Account