শুক্রবার, মে 23, 2025

কোটা সংস্কার আন্দোলনে হিন্দু নারীকে শারীরিক নির্যাতনের দাবিতে ভারতের পুরোনো ঘটনা প্রচার

কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাংলাদেশে ইসলামিক আর্মি কর্তৃক একজন হিন্দু নারীকে সংঘবদ্ধভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ক্রিনশট প্রচার করা হয়েছে। 

হিন্দু নারীকে শারীরিক নির্যাতনের

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)

উক্ত দাবিতে এক্স (টুইটার) এ প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি কোটা সংস্কার আন্দোলন চলাকালে কোনো হিন্দু নারীকে সংঘবদ্ধ নির্যাতনের নয় বরং ভারতের কেরালার ২০২১ সালের ভিন্ন একটি ঘটনার ছবিকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে। 

অনুসন্ধানে ২০২১ সালের ০৮ জুন অনলাইন সংবাদমাধ্যম নিউজবাংলা২৪ এর ওয়েবসাইটে “ভারতে তরুণীকে নির্যাতন: পাচারকারী চক্রের হোতার স্বীকারোক্তি” শীর্ষক শিরোনামে প্রচারিত একটি সংবাদ খুঁজে পাওয়া যায়। উক্ত সংবাদে ব্যবহৃত স্থিরচিত্রের সাথে প্রচারিত স্ক্রিনশটটির বেশ কয়েকটি অংশের মিল পাওয়া যায়।

Comparison: Rumor Scanner

উক্ত সংবাদের বরাতে জানা যায়, সে বছর বাংলাদেশের এক তরুণী ভারতের কেরালায় সংঘবদ্ধ শারীরিক নির্যাতনের শিকার হয়। ঐ তরুণী ও নির্যাতনকারীরা পূর্বপরিচিত এবং বাংলাদেশের নাগরিক। নির্যাতনের শিকার হওয়ার পর তাকে বেঙ্গালুরুর পুলিশ হেফাজতে নেয়া হয়েছিলো। পরবর্তীতে উক্ত ঘটনায় জড়িত পাঁচজনকে বেঙ্গালুরু পুলিশ গ্রেফতার করলে তারা স্বীকারোক্তি দেয়। তারা বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে নারী পাচারে জড়িত ছিল। 

এছাড়া, আলোচিত দাবিতে গণমাধ্যম সূত্রে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। 

সুতরাং, ভারতে ২০২১ সালে এক নারীকে সংঘবদ্ধ শারীরিক নির্যাতনের ঘটনার একটি ছবি কোটা সংস্কার আন্দোলন চলাকালে বাংলাদেশে এক হিন্দু নারীকে সংঘবদ্ধ নির্যাতন করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img