বাবার কাঁধে তিন শিশুর ছবিটি ভারতের, বাংলাদেশের নয়

সম্প্রতি অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলার কিছু এলাকা প্লাবিত হয়েছে। 

এরই প্রেক্ষিতে বন্যার পানিতে বাবার কাঁধে তিন শিশুর একটি ছবি বাংলাদেশের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)। 

উক্ত ছবিটি একই দাবিতে একটি ভিডিওতে প্রচার করেছে ইসলামিক বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ এখানে (আর্কাইভ)। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাবার কাঁধে তিন শিশুর ছবিটি বাংলাদেশের নয়, বরং এটি ২০২২ সালে ভারতের আসামে বন্যার সময়কার তোলা ছবি। 

অনুসন্ধানের শুরুতে রিভার্স ইমেজ সার্চ করে “Meghali goswami” নামক একটি এক্স (সাবেক টুইটার) থেকে ২০২২ সালের ২৩ জানুয়ারি করা একটি পোস্ট (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়। 

উক্ত পোস্টে থাকা একটি ছবির সাথে আলোচিত ছবিটির মিল রয়েছে। 

Photo Comparison By Rumor Scanner 

উক্ত পোস্টের ক্যাপশনে ছবিটি ভারতের আসামের বলা হয়েছে। 

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে বিবিসি’র ওয়েবসাইটে ২০২২ সালের ০২ জুলাই “India’s state of Assam, where floods cause losses of Rs 200 crores every year” (ইংরেজি অনুদিত) শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনেও আলোচিত ছবিটি খুঁজে পাওয়া যায়। 

উক্ত প্রতিবেদন থেকেও জানা যায়, ছবিটি ২০২২ সালে ভারতের আসমে বন্যার সময়কার। 

সুতরাং, ২০২২ সালের ভারতের আসামের বন্যার সময়কার ছবিকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img