শুক্রবার, মার্চ 29, 2024
spot_img

করোনার টিকার বদলে স্যালাইন পুশ করার ঘটনাটি জার্মানির, বাংলাদেশের নয়

সম্প্রতি, “করোনার টিকার বদলে সাড়ে ৮ হাজার ব্যক্তিকে স্যালাইন পুশ করেছেন সেবিকা” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, করোনা টিকার পরিবর্তে প্রায় সাড়ে আট হাজার মানুষকে স্যালাইন পুশ করার ঘটনাটি জার্মানির উত্তরাঞ্চলের ফ্রিসল্যান্ড এলাকার, বাংলাদেশের নয়।

মূলত, জার্মানির উত্তরাঞ্চলের ফ্রিসল্যান্ডের এক টিকা কেন্দ্রে এক নার্সের বিরুদ্ধে করোনা টিকার বদলে প্রায় ৮৫৭৭ জন নাগরিককে স্যালাইন পুশ করার অভিযোগ উঠেছে বলে একটি তথ্য গত ১১ আগস্ট বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বেশ গুরুত্বের সাথেই প্রচার করেছে৷

The Guradian, BBC, Washington Post বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এছাড়া ডয়েচ ভেলে বাংলার প্রতিবেদন পড়ুন এখানে।

পরবর্তীতে আন্তর্জাতিক গণমাধ্যমকে সূত্র ধরে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমে খবরটি প্রচার হয়, দেখুন এখানে এবং এখানে।

তবে বাংলাদেশের বেশকিছু ফেসবুক আইডি ও পেজে ঘটনাটিকে বাংলাদেশের উল্লেখ করে এবং কিছু জায়গায় জার্মানি শব্দটি বাদ দিয়ে শুধুমাত্র শিরোনামের লেখাটি পোস্ট করার কারণে ঘটনাটি বাংলাদেশের মনে করে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, জার্মানির ফ্রিসল্যান্ডের পুলিশ পরিদর্শক পিটার বিয়ার জানিয়েছেন, ৪০ বছর বয়সী ওই নার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা ভাইরাস নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য শেয়ার করে আসছিলেন। এ ছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে জার্মান সরকারের জারি করা বিধিনিষেধেরও সমালোচনা করতেন তিনি।

ব্যবহারকারীদের বিভ্রান্ত হওয়ার নমুনাঃ

সর্বোপরি, পোস্টে ব্যবহৃত শিরোনামের ফলে ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় রিউমর স্ক্যানার টিম বিষয়টিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।

সুতরাং, “করোনার টিকার বদলে সাড়ে ৮ হাজার ব্যক্তিকে স্যালাইন পুশ করেছেন সেবিকা” শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: করোনার টিকার বদলে সাড়ে ৮ হাজার ব্যক্তিকে স্যালাইন পুশ করেছেন সেবিকা
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: Misleading

[/su_box]

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img