মুজিব শতবর্ষের লোগোসহ ইন্টারনেটে প্রচারিত জুতার ছবিটি এডিটেড

বিগত কয়েক বছর ধরে মুজিব শতবর্ষের লোগো সম্বলিত একজোড়া সাদা জুতার ছবি এবং সেই জুতায় Made in India লেখা একটি লাইন রয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। 

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। এই উদযাপনের অংশ হিসেবে বঙ্গবন্ধুর ছবিসমেত একটি বিশেষ লোগোও উন্মোচন করা হয় যা পরবর্তীতে সর্বস্তরে ব্যবহার হয়। এরই ধারাবাহিকতায় উক্ত লোগোটি জুতায়ও ব্যবহার হয়েছে শীর্ষক একটি দাবি প্রচার হয়ে আসছে।

Screenshot from Facebook

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

২০২০ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

২০২১ সালে ফেসবুকে প্রচারিত এমন কিছু ছবি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, একজোড়া সাদা জুতায় মুজিব শতবর্ষের লোগো রয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিট করে মুজিব শতবর্ষের লোগো এবং Made in India লেখা একটি লাইন সাদা জুতার সাথে জুড়ে দিয়ে উক্ত দাবিটি প্রচার হয়ে আসছে। 

এ বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফ্যাশন উপকরণ বিক্রয়ের ওয়েবসাইট ‘Pumplikesk’ এর ওয়েব সাইটে ২০১৯ সালে “2019 Spring Newest White Shoes Men’S Boys White Board White Shoes Korean Casual Shoes Trend Spring Student Wild Tide Vegan Shoes Comfort Shoes From Factory” শীর্ষক শিরোনামে প্রকাশিত ছবির সাথে উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়। তবে সেই ছবিতে মুজিব শতবর্ষের ছবি এবং ‘Made in India’ লেখা ছিলো না।

Image Comparison by Rumor Scanner

অনুসন্ধানের মাধ্যমে চীনের অপর একটি ফ্যাশন উপকরণ বিক্রয়ের ওয়েবসাইট ‘Dhgate’ এ “2020 spring newest White shoes men’s boys white board white shoes Korean casual shoes trend spring student wild tide” শীর্ষক শিরোনামে প্রকাশিত ছবির সাথে উক্ত দাবিতে প্রচারিত ছবির মিল পাওয়া যায়। এই ছবিতেও মুজিব শতবর্ষের ছবি এবং ‘Made in India’ লেখা উল্লেখ পাওয়া যায়নি।

Screenshot from ‘Dhgate’ Website

অর্থাৎ, ফ্যাশন উপকরণ বিক্রয়ের ওয়েবসাইট থেকে সাদা জুতার ছবি সংগ্রহ করে মুজিব শতবর্ষের লোগোটি এডিটের মাধ্যমে বসানো হয়েছে।

অনুসন্ধানের মাধ্যমে মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সরকার কর্তৃক তৈরি ওয়েব সাইটে মুজিব শতবর্ষের লোগোসহ সাদা জুতার ছবি বা এ সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো খবর প্রকাশের তথ্য পাওয়া যায়নি। 

মূলত, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের নিমিত্তে বঙ্গবন্ধুর ছবিসমেত একটি বিশেষ লোগোও উন্মোচন করা হয়। বিগত কয়েক বছর ধরে উক্ত বিশেষ লোগো জুতায়ও ব্যবহার হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে। তবে অনুসন্ধানে জানা যায়, দাবিটি সঠিক নয়। ইন্টারনেট থেকে সংগ্রহ করা সাদা জুতার ছবিতে এডিটের মাধ্যমে মুজিব শতবর্ষের লোগো যুক্ত করে উক্ত দাবিটি ছড়িয়ে পড়েছে।  

প্রসঙ্গত, পূর্বে শেখ মুজিব পাবলিক টয়লেট শীর্ষক টয়লেটের একটি এডিটেড ছবি ফেসবুকে প্রচারিত হলে তা শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে রিউমর স্ক্যানার।

সুতরাং, ইন্টারনেট থেকে সাদা জুতার ছবি সংগ্রহ করে তাতে মুজিব শতবর্ষের লোগো বসিয়ে মুজিব শতবর্ষের লোগোটি জুতায়ও ব্যবহার হয়েছে শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার হয়ে আসছে; যা প্রকৃতপক্ষে এডিটেড ছবি। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img