সম্প্রতি “আলহামদুলিল্লাহ, কুমিল্লা পূজা মন্ডপে অবমাননাকর ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আটক করে অভিযুক্তকে আইনের আওতায় নেওয়া হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ..” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ছবির ব্যক্তিকে কুমিল্লায় কুরআন অবমাননার ঘটনায় আটক করা হয় নি বরং চট্টগ্রামে দেবী দুর্গার প্রতিমায় জাম্বুরা নিক্ষেপের ঘটনায় আটক করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে, গত ১১ই অক্টোবর রাত ১২:৫০ মিনিটে ‘শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির, মহালছড়ি,খাগড়াছড়ি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত উক্ত ব্যক্তির ছবি খুঁজে পাওয়া যায় যেখানে শিরোনামে লেখা রয়েছে চট্টগ্রাম শহরের কোতোয়ালি ফিরিঙ্গী বাজার শিব্বাড়ির প্রতিমা নিয়ে যাওয়ার সময় জাম্বুরা ফলের দোকানে কিছু অসভ্য ফল ছুড়ে মেরে প্রতিমার হাত ভেঙ্গে দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ অপরাধিকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় নিয়ে আসে।
পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে চট্টগ্রাম মেট্রো পলিটনের কোতোয়ালী থানার অফিশিয়াল ফেসবুক পেজে ‘শ্রী শ্রী শ্মশানেশ্বরি শিব বিগ্রহ মন্দির, শিব বাড়ি এর দেবী দুর্গার প্রতিমায় জাম্বুরা নিক্ষেপ করে প্রতিমার হাত ভেঙ্গে ফেলার অপরাধে ০৩ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’ শিরোনামে আলোচ্য ব্যক্তির ছবিটি খুঁজে পাওয়া যায়।
মূলত গত ১১অক্টোবর রবিবার রাতে চট্টগ্রামের কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকায় দেওয়ানজী পুকুরপাড় মণ্ডপ থেকে দেবীর প্রতিমা শিববাড়ি লেইন মন্দিরে নিয়ে যাওয়ার পথে জাম্বুরাভর্তি ট্রাক থেকে কয়েকজন জাম্বুরা ছুঁড়ে মারে। ফলে জাম্বুরার আঘাতে দুর্গা প্রতিমার ডান দিকের উপরের হাত ভেঙে যায়। উক্ত ঘটনায় তৎক্ষণাৎ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে পুলিশ। এই বিষয়ে বিডি নিউজ ২৪ এবং বাংলাদেশ জার্নাল প্রতিবেদন প্রকাশ করেছে।
আটকের পর পুলিশের জিম্মায় থাকা অভিযুক্ত ব্যক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এবং সেই ভিডিও থেকেই অভিযুক্ত ব্যক্তির স্থিরচিত্র প্রচারিত হতে থাকে যা দুইদিন পর কুমিল্লার কোরআন অবমাননার ঘটনার অভিযুক্ত ব্যক্তি দাবিতে প্রচারিত হচ্ছে।
প্রসঙ্গত, কুমিল্লা সদরের নানুয়ার দিঘীরপাড়ের হিন্দুধর্মাবলম্বীদের পূজামন্ডপে পবিত্র কোরআন অবমাননার ঘটনায় বিক্ষোভ প্রতিবাদ এবং সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে উক্ত ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার হয়েছে দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
তবে কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক অভিযুক্ত কাউকে গ্রেফতার করার তথ্য এখন পর্যন্ত মূলধারার কোন গণমাধ্যমে প্রকাশিত হয় নি।
অর্থাৎ, চট্টগ্রামে মন্দিরে দেবীর প্রতিমা স্থানান্তর কালীন জাম্বুরা নিক্ষেপ করে প্রতিমার হাত ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আটক ব্যক্তিকে কুমিল্লার কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আটক দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ গুজব এছাড়া কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের তথ্যটিও ভিত্তিহীন।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: কুমিল্লা পূজা মন্ডপে অবমাননাকর ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আটক করে অভিযুক্তকে আইনের আওতায় নেওয়া হয়েছে
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]
তথ্যসূত্র
- শ্রী শ্রী দক্ষিণা কালী মন্দির, মহালছড়ি,খাগড়াছড়ি FB: https://www.facebook.com/permalink.php?story_fbid=2663752713921543&id=1499562403673919
- Kotwali Thana Police FB: https://www.facebook.com/1890226444361459/posts/4718796371504438/
- শ্রীশ্রী শ্মশানেশ্বর শিব বিগ্রহ মন্দির FB: https://www.facebook.com/shibbigramondir.firingheebazar/videos/1033252320780200/
- Bd News 24: https://bangla.bdnews24.com/ctg/article1952364.bdnews
- Bangladesh Journal: https://www.bd-journal.com/bangladesh/177534/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95-%E0%A7%A8
- BBC Bangla: https://www.bbc.com/bengali/news-58899008
- Jugantor: https://www.jugantor.com/country-news/475698/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%96%E0%A6%A4%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6