সম্প্রতিগেল আগস্ট মাসে অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের ফলে দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হয়েছে। এই বন্যাকবলিত এলাকাগুলোর করুণ চিত্র তুলে ধরে সামাজিক মাধ্যমে বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। এছাড়া, বন্যাকবলিত জেলা থেকে বন্যায় মৃতের খবরও পাওয়া গেছে। ভয়াবহ বন্যার পানি নেমে গেলেও এখনও অনেক এলাকা ও বাসাবাড়িতে পানি রয়েছে।
এরই মধ্যে ‘বন্যার পানি কমে যাওয়ার পর যা পাওয়া গেছে’ শীর্ষক ক্যাপশনে কাদা থেকে তুলে আনা এক শিশুর মৃতদেহের ছবি প্রচার করা হচ্ছে।
ছবিগুলোতে সরাসরি বাংলাদেশের দাবি করা না হলেও অনেকেই বাংলাদেশের ভেবে পোস্ট, শেয়ার এবং মন্তব্য করছেন।
উক্ত দাবিতে বাংলাদেশে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কােইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কােইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যনার টিমের অনুসন্ধানে জানা যায়, বন্যাকবলিত এলাকায় থেকে শিশুর মৃতদেহ উদ্ধারের এই ছবিটি বাংলাদেশের বন্যার নয় বরং, এটি ভারতের ত্রিপুরা রাজ্যে ভূমিধসের ফলে শিশু মারা যাওয়ার ঘটনার ছবি।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ‘TIPRA Vision’ নামক ফেসবুক পেজে গত ২৩ আগস্ট পোস্টকৃত আরও তিনটি ছবি সহ উক্ত ছবিটি পাওয়া যায়।
উক্ত ছবিগুলোর পোস্ট ক্যাপশন থেকে জানা যায়, দক্ষিণ ত্রিপুরার বিসি নগর ব্লকের তাইচামায় ভূমিধসে মৃত্যু হয় ৬ বছরের কিশোরী তিয়ারি দেববর্মার (TIYARI DEBBARMA)। পোস্টটিতে সূত্র হিসেবে ‘Dongour Tv’ নাম উল্লেখ দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে, উক্ত তথ্যের সূত্র ধরে DONGOUR TV এর ইউটিউব চ্যানেলে ‘Piyari Debbarma Haa phopjakgwi Langma chokha | Twi loma komiya khu |Bubagra Bangladeshi karinai’ শীর্ষক শিরোনামে প্রচারিত ককবরক ভাষার একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটির ১মিনিট ২৮ সেকেন্ড দৃশ্যে আলোচিত ছবিটি দেখতে পাওয়া যায়। তবে, ভিডিও প্রতিবেদনে ভিক্টিমের নাম ‘Piyari Debbarma’ উল্লেখ করা হয়েছে।
অর্থাৎ, এটা নিশ্চিত যে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি বাংলাদেশের বন্যায় হতাহতের ঘটনার নয়।
সুতরাং, ভারতের ত্রিপুরায় ভূমিধসে মৃত শিশুর ছবি বাংলাদেশে বন্যার পানি কমে যাওয়ার পর বন্যাকবলিত অঞ্চল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- TIPRA Vision: Facebook Post
- DONGOUR TV CHANNEL: Piyari Debbarma Haa phopjakgwi Langma chokha | Twi loma komiya khu |Bubagra Bangladeshi karinai
- Rumor Scanner’s Own Analysis