আইসিইউতে মৃত রোগীকে গরুর ইনজেকশন দিয়ে জীবিত রাখার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “মেডিকেলের গোপন তথ্য!!!” শিরোনামে আইসিইউ-তে মৃত রোগীকে গরুকে ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ পুশ করে জীবিত দেখানো হয় শীর্ষক দাবিতে একটি ডিজিটাল ব্যানার সম্বলিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানেএখানেএখানেএখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মেডিকেলের আইসিইউ-তে মৃত রোগীকে গরুর ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ পুশ করে জীবিত দেখানোর দাবিটি ভিত্তিহীন এছাড়া গরুর ইনজেকশন পুশ করে মানুষকে বাঁচিয়ে রাখাও সম্ভব নয়।

কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, সংবাদমাধ্যম ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ এর অনলাইন সংস্করণে ২০১৮ সালের ০৮ এপ্রিলে ‘আইসিইউতে লাশ নিয়ে ব্যবসা‘ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আইসিইউতে মৃত রোগীকে জীবিত দেখানোর জন্যে গরুর ইনজেকশন পুশ সম্পর্কিত একই তথ্য খুঁজে পাওয়া যায়।

Screenshot from Bangladesh Pratidin website

এছাড়া “Dr. Md. Sirajul Islam” নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ২৭ জানুয়ারিতে “মেডিকেলের গোপন তথ্য, জনস্বার্থে শেয়ার করুন, ICU তে লাশের বাম বগলে কেন ইনজেকশন দেয়?!!!! দেয় কি???” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

গুজবের সূত্রপাত

অনুসন্ধানে দেখা যায়, ২০১৭ সালের ২২ জানুয়ারি ‘Rajarbag Shareef’ নামের একটি ফেসবুক গ্রুপে ‘Sobuj Shamol’ নামের একটি ফেসবুক আইডি হতে “মেডিকেলের গোপন তথ্য?” শীর্ষক দাবিতে প্রচারিত পোস্টটির সাথে বর্তমান সময়ে ছড়িয়ে পড়া তথ্যটির হুবহু মিল রয়েছে। পরবর্তীতে ঐ বছরের ২৪ জানুয়ারিতে ডাক্তার তানিয়া সুলতানা নামের একটি ফেসবুক পেজ থেকে একই তথ্যটি প্রচারিত হয়েছিলো।

Screenshot from Facebook Posts / Image Collage by Rumor Scanner

এছাড়া এই আলোচিত তথ্যটি আরিফা জাহান নামক এক ডাক্তারের ফেসবুক পোস্ট হতে সংগৃহীত উল্লেখ করে ২০১৮ সালে সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিন এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে ডা. আরিফা জাহান নামের কোনো ফেসবুক আইডি বা পেজের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নি।

Screenshot from BDpratidin website

মূলত, ২০১৭ সাল থেকেই বিভিন্ন সময়ে এই দাবিটি কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ ছাড়াই ফেসবুকে প্রচার করে আসা হচ্ছে এবং সাম্প্রতিক সময়ে একইভাবে এই তথ্যটি পুনরায় প্রচার করা হচ্ছে। আলোচিত বিষয়টির প্রেক্ষিতে ইউটিউবে প্রচারিত এক ভিডিও বার্তায় ঢাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ স্পেশালিস্ট ডাঃ সিরাজুল ইসলাম বলেন, “একজন মৃত রোগীকে দিনের পর দিন আইসিইউ বা কোথাও বাঁচিয়ে রাখা সম্ভব নয়, এবং রোগীকে কোনো কারণেই বগলে ইনজেকশন দেওয়ার সুযোগ নেই বা দেওয়া হয় না।” তিনি আইসিইউতে থাকা একজন রোগীর চিকিৎসা নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন এবং গরুর ইনজেকশন পুশ করে আইসিইউতে মৃত রোগীকে জীবিত দেখানোর দাবিটিকে সম্পূর্ণ অসত্য বলে জানান।

তাছাড়া, “Science Bee” নামের একটি বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটে ২০২১ সালের ২১ এপ্রিলে “ICU তে মৃত ব্যক্তিকে কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখা কি সত্যি নাকি গুজব?” শীর্ষক একটি প্রশ্নোত্তর পর্বে ঝিভু দত্ত নামের এক মেডিকেল শিক্ষার্থীর করা মন্তব্যে আলোচিত বিষয়টি অসত্য ও ভিত্তিহীন বলে জানা যায় এবং সেখানে বিষয়টির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায়।

আরো পড়ুনঃ জাপানি নারীর পুরোনো ছবি ভারতে মুসলিম নির্যাতনের চিত্র দাবিতে প্রচার

উল্লেখ্য, বিগত কয়েক বছর যাবত বাংলাদেশে বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে আর্থিক লোভে আইসিইউতে প্রয়োজন ব্যতীত রোগীকে অতিরিক্ত সময় ভর্তি রাখার অভিযোগ রয়েছে এবং এটি নিয়ে জনসাধারণের মাঝে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

আইসিইউ
Screenshot from Bangladesh Tribune website

সুতরাং, আইসিইউতে মৃত রোগীকে গরুর ইনজেকশন দিয়ে করে জীবিত দেখানো শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: আইসিইউ-তে মৃত রোগীকে গরুকে ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ পুশ করে জীবিত দেখানো হয়
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

তথ্যসূত্র

  1. BD Pratidin: https://www.bd-pratidin.com/first-page/2018/04/08/320725
  2. Dr. Sirajul Islam YouTube: https://www.youtube.com/watch?v=5cdSuJA1Eao
  3. Science Bee: https://sciencebee.com.bd/qna/15412/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87
  4. Prothom Alo: https://www.prothomalo.com/bangladesh/capital/%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%89%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87
  5. Bangla Tribune: https://www.banglatribune.com/national/81591/%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%89-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2
  6. SOMOY TV: https://www.somoynews.tv/news/2021-12-02/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%89%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

আরও পড়ুন

spot_img