লস অ্যাঞ্জেলসে দাবানলে অক্ষত থাকা বাড়িটি মুসলিম ব্যক্তির নয়

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সম্প্রতি ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে, লস অ্যাঞ্জেলেসে দাবানলের পরেও অক্ষত থাকা তিনতলা একটি বাড়ির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে বাড়িটির মালিক মুসলিম।

অক্ষত থাকা বাড়ি

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, লস অ্যাঞ্জেলেসে অবস্থিত এই বাড়িটি মুসলিম ব্যক্তির নয় বরং, বাড়িটির মালিকের নাম ডেভিড স্টেইনার এবং তার মুসলিম হওয়ার পক্ষে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। 

অনুসন্ধানের শুরুতে গালফ নিউজের ওয়েবসাইটে গত ১৪ জানুয়ারি “How a $9 million Malibu mansion became the ‘Last House Standing’ in the Los Angeles wildfire” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা বাড়ির ছবির সাথে আলোচিত বাড়ির ছবিটির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, নয় মিলিয়ন মার্কিন ডলারে তৈরি লস অ্যাঞ্জেলেস ম্যালিবু সৈকতের এই বাড়িটির মালিকের নাম ডেভিড স্টেইনার।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, দাবানলে ১০ হাজারের বেশি বাড়ি আগুনে পুড়ে গেলেও একমাত্র এই বাড়িটি মাথা তুলে দাঁড়িয়ে থেকেছে যা রীতিমতো বিস্ময়ের জন্ম দিয়েছে। এই বাড়ির মালিক ডেভিড স্টেইনার।

পরবর্তীতে নিউইয়র্ক পোস্টের ওয়েবসাইটে গত ১০ জানুয়ারি “Owner of ‘miracle’ Malibu mansion reveals why he thinks house survived raging fire” শীর্ষক শিরোনামে এ বিষয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, বাড়িটির মালিক ডেভিড স্টেইনার বলেছেন, “এটি একটি অলৌকিক ঘটনা। আমার ঠিকাদার খবর দেখছিলেন এবং আমার প্রতিবেশীর বাড়িটি পুড়ে যেতে দেখে আমাকে বললেন, ‘মনে হচ্ছে আপনার বাড়িও পুড়ে যাচ্ছে।’ দেখে মনে হচ্ছিল যে কিছুই সম্ভবত বেঁচে থাকবে না এবং আমি ভেবেছিলাম আমরা বাড়িটি হারিয়ে ফেলেছি।”

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার পরই দেখা যায় ওই বাড়িটি আগের মতোই মাথা তুলে দাঁড়িয়ে আছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে স্টেইনার বলেন, “এরপর আমি টাটকা ছবি পেতে শুরু করি এবং বুঝতে পারি যে আমাদের বাড়ি বেঁচে গিয়েছে এবং এটি একটি অত্যন্ত খারাপ সময়ে আমার মুখে একটি হাসি এনেছে।” এই বিধ্বংসী আগুনেও বাড়ি নিরাপদ থাকার কথা আলোচনা করতে গিয়ে স্টেইনার জানান, “এই বাড়িতে অগ্নিরোধী ছাদ ব্যবহার হয়েছে এবং ৫০ ফুটের ভিত রয়েছে। সত্যি বলতে, আমি দুঃস্বপ্নেও কখনও ভাবিনি যে একটি দাবানল প্রশান্ত মহাসাগরের তটে তাণ্ডব চালাবে।”

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ডেইলি মেইলনিউজ অস্ট্রেলিয়াও। 

এরপর স্টেইনার পদবী কোন ধর্ম্বালম্বীদের নামের সাথে ব্যবহার করা হয় এ বিষয়ে অনুসন্ধানে অক্সফোর্ড রেফারেন্সের তথ্যানুযায়ী, সাধারণত এই পদবী জার্মান বা ইহুদিরা ব্যবহার করে থাকে বলে জানা যায়।  

সুতরাং, লস অ্যাঞ্জেলসে দাবানলে অক্ষত থাকা ভিন্ন ধর্মাবলম্বী ডেভিড স্টেইনারের বাড়িকে মুসলিম ব্যক্তির বাড়ি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img