সম্প্রতি, “মা হতে চান স্ত্রী, প্যারোলে মুক্তি পেলেন স্বামী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে স্ত্রীকে মা হওয়ার সুযোগ দিতে যাবজ্জীবনের আসামিকে প্যারোলে মুক্তির ঘটনাটি বাংলাদেশের কোনো স্থানের নয় বরং উক্ত ঘটনাটি ভারতের রাজস্থানের।
ফেসবুকে প্রকাশিত পোস্টগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম ‘আরটিভি‘ এর অনলাইন সংস্করণে এবং অনলাইন সংবাদমাধ্যম ‘জাগোনিউজ২৪‘ এ গত ১৬ এপ্রিল শনিবার “মা হতে চান স্ত্রী, প্যারোলে মুক্তি পেলেন স্বামী” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশে এটি ভারতের ঘটনা তা উল্লেখ করা হয়েছে।
তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করছেন ফলে ঘটনাটি ভারতের হলেও ভারত শব্দটি উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় ঘটনাটি বাংলাদেশের কোনো স্থানের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরবর্তীতে, আলোচিত ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ও‘সংবাদ প্রতিদিন’ এবং দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’ ও ‘একাত্তর টিভি‘ এ প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, ভারতের রাজস্থানে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির স্ত্রী জোধপুর হাইকোর্টে আবেদন করেন যে তিনি সন্তানের মা হতে চান কিন্তু তার স্বামী জেলে থাকায় তা সম্ভব হচ্ছে না। এজন্য তিনি তার স্বামীর প্যারোলে মুক্তি চেয়ে আদালতে আবেদন করেন এবং আদালত তার আবেদন মঞ্জুর করে আসামিকে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তি দেন।
উক্ত জামিনের রায়ের আদেশের পর্যবেক্ষণে বিচারক সন্দীপ মেহতা জানিয়েছেন, “আদালত মনে করছে, এটা তার অধিকার। এই অধিকার থেকে কোনো নারীকে আইন বঞ্চিত করতে পারে না।”
প্রসঙ্গত, রাজস্থানে একটি খুনের মামলায় নন্দলাল নামের ঐ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভিলওয়াড়া আদালত। রায় ঘোষণার পর বেশ কয়েক বছর ধরে তিনি সাজাভোগ করছেন।
উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও ভিনদেশের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, ভারতে স্ত্রীকে মা হওয়ার সুযোগ দিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে প্যারোলে মুক্তির ঘটনাটি বাংলাদেশে ‘ভারত’ শব্দ উল্লেখ না করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মা হতে চান স্ত্রী, প্যারোলে মুক্তি পেলেন স্বামী
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- আরটিভি- https://www.rtvonline.com/international/174055/%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80
- জাগোনিউজ২৪- https://www.jagonews24.com/amp/754589
- যমুনা টিভি- https://www.google.com/amp/s/www.jamuna.tv/news/338908/amp
- একাত্তর টিভি- https://ekattor.tv/blog/article?article_id=21786
- আনন্দবাজার- https://www.anandabazar.com/india/jodhpur-high-court-granted-a-man-15-day-parole-to-make-his-wife-pregnant-dgtl/cid/1338959
- সংবাদ প্রতিদিন- https://www.sangbadpratidin.in/india/jodhpur-high-court-grants-15-day-parole-to-make-wife-pregnant/