চট্টগ্রামের হাটহাজারিতে প্রতিমা ভাঙচুর করা ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী নন

সম্প্রতি, চট্টগ্রামের হাটহাজারীতে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর ও পূজায় দেওয়া শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেওয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আটককৃত ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারিতে সরস্বতী পূজার প্রতিমা ভাঙচুর ও পূজায় দেওয়া শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেওয়ার অভিযোগে আটক হওয়া ব্যক্তি হিন্দু নন বরং, তিনি মুসলিম ধর্মাবলম্বী। উক্ত ব্যক্তির নাম আজিজুল হক রানা বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজ।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক সবুজ বাংলা এর ওয়েবসাইটে গত ০৪ ফেব্রুয়ারি “চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিমা ভাংচুর আটক ১” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে থাকা ব্যক্তির ছবির সাথে আলোচিত ছবির মিল রয়েছে। 

Image Comparison By Rumor Scanner 

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, গত ০৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের হাটহাজারি উপজেলা সদরের ৫নং ফটিকা সেন বাড়িতে সরস্বতী প্রতিমা ভাংচুর করেছে এক ব্যক্তি। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐ ব্যক্তিকে আটক করে।

এছাড়া, স্থানীয় গণমাধ্যম চট্টগ্রাম খবর এর ওয়েবসাইটে একই দিনে “হাটহাজারীতে প্রতিমা ভাংচুর, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গ্রেপ্তার” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ভোর রাত ৪টা থেকে সাড়ে চারটার দিকে হাটহাজারী পৌরসভার ফটিকা ৫ নম্বর ওয়ার্ডের সেন বাড়িতে সরস্বতী পূজার প্রতিমা ভাংচুর ও শিক্ষার্থীদের বই পুড়িয়ে দেওয়ার অভিযোগে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

প্রতিবেদন থেকে আরও জানা যায়, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, চিকিৎসকরা আটক ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন। তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোঃ তারেক আজিজের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার টিম। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির নাম আজিজুল হক রানা। তার বাসা কিশোরগঞ্জ। সে মানসিক ভারসাম্যহীন। 

উক্ত নামের সূত্রে, Mohammad Ripon নামক একটি অ্যাকাউন্ট থেকে গত ৩১ জানুয়ারি প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ব্যক্তির সাথে আলোচিত ব্যক্তির মিল রয়েছে। 

Screenshot: Facebook 

উক্ত পোস্ট থেকে জানা যায়, গত ১৮ জানুয়ারি কিশোরগঞ্জ থেকে হারিয়ে গিয়েছে এই ছেলেটি। ছোলেটির নাম আজিজুল হক রানা। বাড়ি কিশোরগঞ্জ নিকলী থানায়।

সুতরাং, চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত মুসলিম ব্যক্তিকে হিন্দু দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র 

আরও পড়ুন

spot_img