সম্প্রতি ‘বন্য প্রাণীর সাথে সমন্বয়ক কু😁ত্তা।’ শীর্ষক ক্যাপশনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, হাসনাত আবদুল্লাহর ছবি দাবিতে প্রচারিত ছবিটি আসল নয় বরং অভিনেতা শামীম হাসান সরকারে একটি ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে উক্ত ছবিটি তৈরি করা হয়েছে৷
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটির রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বাংলাদেশি টিভি অভিনেতা শামীম হাসান সরকারের ভেরিফাইড ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ২০২৩ সালের ০১ জানুয়ারি প্রকাশিত পোস্টে একটি ছবি খুঁজে পাওয়া যায়। এই ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক বিষয়বস্তুর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। ছবিটিতে শুধু শামীম সরকারের স্থলে হাসনাত আবদুল্লাহকে দেখা যায়।

উক্ত ছবি ও আলোচিত দাবিতে প্রচারিত ছবি, এই ছবি দুটি পর্যবেক্ষণ করে দেখা যায়, শামীম হাসান সরকারের ছবিতে তার মুখমণ্ডলের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় হাসনাত আবদুল্লাহর মুখমণ্ডল প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে৷
উল্লেখ্য, অভিনেতা শামীম হাসান সরকারের ফেসবুক পেজেও একই ছবিটি প্রকাশ করা হয়।
সুতরাং, বাঘের ভাস্কর্যের সাথে হাসনাত আবদুল্লাহ দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত৷
তথ্যসূত্র
- Shamim Hasan Sarkar – Instagram Post
- Shamim Hasan Sarkar – Facebook Post