সম্প্রতি, ভারত থেকে জাতির উদ্দেশ্যে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বক্তব্যের এই ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ০১ আগস্ট কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনার বক্তব্যের ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।
এই বিষয়ে অনুসন্ধানে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে ২০২৪ সালের ০১ আগস্টের একটি লাইভ ভিডিওতে শেখ হাসিনার দেওয়া বক্তব্যের অংশের সাথে আলোচিত ভিডিওর মিল পাওয়া যায়।

সেদিন ১৫ই আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষক লীগের আলোচনা সভায় বক্তব্য রাখেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একই লাইভ ভিডিও প্রচার হয় দেশের গণমাধ্যমগুলোতেও। দেখুন এখানে, এখানে।
অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।
উল্লেখ্য, গত বছরের ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে আর জনসম্মুখে দেখা যায়নি শেখ হাসিনাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অডিও বার্তা নিয়মিত প্রচার হলেও ভিডিও বার্তা প্রচার হয়নি। ১৫ই আগস্ট নিয়েও তিনি কোনো ভিডিও বার্তা দেননি। তবে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় গত রাতে এক ভিডিও বার্তায় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন।
সুতরাং, ভারত থেকে ১৫ই আগস্ট শোক দিবস পালনের আহ্বান দাবিতে শেখ হাসিনার বক্তব্যের পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Bangladesh Awami League: ১৫ই আগস্ট, জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভা