গুগল ম্যাপস তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনকে সরিয়ে ফেলেছে শীর্ষক দাবিটি গুজব

গত বছরের আক্টোবর থেকে ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। এরই প্রেক্ষিতে, গুগল ম্যাপস তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলেছে দাবিতে ‘Palestine’ লিখে সার্চ করা গুগল ম্যাপসের একটি ভিডিও ইন্টানেটে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গুগল ম্যাপস ফিলিস্তিনকে তাদের মানচিত্র থেকে মুছে দিয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় বরং, গুগল ম্যাপসে কখনই ফিলিস্তিনের লেবেল বা অস্তিত্ব ছিল না । প্রকৃতপক্ষে, গুগল ম্যপসে ফিলিস্তিন অঞ্চল হিসেবে পশ্চিম তীর এবং গাজা উপকূল প্রদর্শিত হয়। 

দাবিটির সত্য যাচাইয়ে গুগল ম্যাপসে ‘Palestine’ লিখে সার্চ করলে মানচিত্রটি ইসরায়েল-ফিলিস্তিন অঞ্চলে জুম করে (জুম আউট ও জুম ইন) গাজা উপকূল ও পশ্চিম তীর অঞ্চল লেবেলযুক্ত প্রদর্শিত হয় কিন্তু “ফিলিস্তিন” এর জন্য কোনো লেবেল প্রদর্শিত হয় না। ফিলিস্তিনকে আলাদা মানচিত্র বা দেশ হিসেবে প্রদর্শন না করে পশ্চিম তীর এবং গাজা উপকূল সম্মিলিতভাবে ফিলিস্তিনি অঞ্চল হিসেবে জানানো হয়। 

Indicated by Rumor Scanner

পরবর্তীতে, গুগল ম্যাপসে ফিলিস্তিন লেবেল না থাকার কারন জানতে কি-ওয়ার্ড সার্চ করে ব্রিটিশ দৈনিক পত্রিকা ‘The Guardian’ এর ওয়েবসাইটে ২০১৬ সালের ১০ আগস্ট ‘Google Maps accused of deleting Palestine – but the truth is more complicated’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ‘গুগল ম্যাপস থেকে ফিলিস্তিন মুছে ফেলা হয়েছে – এই অভিযোগ উঠলেও, সত্যি হলো, গুগল ম্যাপস কখনোই ফিলিস্তিন লেবেল দেয়নি। গুগল ম্যাপসে ফিলিস্তিন খুঁজলে সেই অঞ্চলের একটা রূপরেখা দেখাবে, কিন্তু সেখানে ফিলিস্তিনের লেবেল নেই, পাশেই ইজরায়েলের লেবেল আছে। জাতিসংঘের অনেক সদস্য দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘গুগল ম্যাপসে প্যালেস্টাইনের চিত্রায়ন লেবেলের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ফিলিস্তিনি সাংবাদিকদের ফোরাম গুগলের নিন্দা জানিয়ে একটি বিবৃতি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পরে সংবাদ মাধ্যমে এই গুজব ছড়িয়ে পড়ে। মানুষজন #PalestineIsHere হ্যাশট্যাগ ব্যবহার করে তাদের ক্ষোভ প্রকাশ করতে শুরু করে।’

এছাড়াও প্রতিবেদনে উক্ত বিষয়ে গুগলের একজন মুখপাত্রের মন্তব্য সংযুক্ত করা হয়। গুগলের ঐ মুখপাত্র জানান, “গুগল ম্যাপসে কখনোই ‘প্যালেস্টাইন’ লেবেল ছিল না, তবে আমরা এমন একটি বাগ আবিষ্কার করেছি যা ‘ওয়েস্ট ব্যাংক’ এবং ‘গাজা স্ট্রিপ’ এর লেবেলগুলো মুছে ফেলেছে। আমরা এই লেবেলগুলোকে আবার এই এলাকায় ফিরিয়ে আনতে দ্রুত কাজ করছি।”

এছাড়াও, ২০২৬ সালের ১১ আগস্ট The New York Times এর ওয়েবসাইটে ‘No, Google Says, It Did Not Delete ‘Palestine’ From Its Maps’ শিরোনোমে প্রকাশিত প্রতিবেদনও উল্লেখ করা হয়, ‘কোম্পানিটি একটি বিবৃতিতে বলেছে, “গুগল ম্যাপসে কখনোই ‘ফিলিস্তিন’ লেবেল ছিল না, তবে আমরা এমন একটি বাগ আবিষ্কার করেছি যা ‘ওয়েস্ট ব্যাংক’ এবং ‘গাজা স্ট্রিপ’ এর লেবেলগুলো সরিয়ে ফেলেছে।” “আমরা এই লেবেলগুলো আবার এলাকায় ফিরিয়ে আনতে দ্রুত কাজ করছি।” এই বাগটি কি অনলাইনে ক্ষোভকে প্রচারে ভূমিকা রেখেছিল কিনা তা অস্পষ্ট।’

যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ‘INDEPENDENT’ এর ওয়েবসাইটে ২০২০ সালের ১৭ জুলাই ‘Did Apple and Google really remove Palestine from Maps?’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, অ্যাপল এবং গুগলকে তাদের অনলাইন মানচিত্র থেকে প্যালেস্টাইন মুছে ফেলার অভিযোগ করা হয়েছে, যদিও আগে থেকেই সেখানে ফিলিস্তিনের কোনো লেবেল ছিল না। অ্যাপল মানচিত্র এবং গুগল মানচিত্রে ফিলিস্তিন খুঁজলে গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংক অঞ্চলের একটি রূপরেখা দেখাবে, কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো লেবেল সেখানে নেই। ফিলিস্তিনকে জাতিসংঘ এবং এর ১৩৬টি সদস্য দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে ফিলিস্তিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বীকৃত নয়, যেখানে অ্যাপল এবং গুগলের সদর দপ্তর অবস্থিত।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, ‘গুগলের জনপ্রিয় মানচিত্র সেবা থেকে ফিলিস্তিনের নাম সরিয়ে দেয়ার অভিযোগ এটি প্রথমবার নয়। ২০১৬ সালে, Change.org-এর একটি আবেদনে দাবি করা হয় যে ফিলিস্তিনের সব উল্লেখ “ইসরায়েলি সরকারের জোরাজুরিতে সরিয়ে দেওয়া হয়েছিল”, সেইসাথে “গুগলের দুই ইহুদি প্রতিষ্ঠাতা ইসরায়েল ও তার নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে”। ‘গুগল: ফিলিস্তিনকে আপনার মানচিত্রে রাখুন!’ আবেদনটি এখনও সক্রিয় রয়েছে এবং আজ পর্যন্ত ৮ লক্ষেরও বেশি স্বাক্ষর পেয়েছে।

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ করে Change.org-এর ওয়েবসাইটে ২০১৬ সালের ২ মার্চ থেকে শুরু হওয়া ‘GOOGLE: Put Palestine On Your Maps!’ শিরোনামে জ্যাক মার্টিন নামে একজন ব্যক্তির করা একটি আবেদন পাওয়া যায়।

আবেদন পত্রটিতে উল্লেখ করা হয়, ‘প্যালেস্টাইন গুগল মানচিত্রে নেই কেন?  ইসরায়েল, যেটা ফিলিস্তিনের জমির ওপর প্রতিষ্ঠিত, সেটা স্পষ্টভাবে দেখানো হয়। কিন্তু ফিলিস্তিনের কোনো উল্লেখ নেই। গুগল এর মতে, ফিলিস্তিনের অস্তিত্ব নেই।

ফিলিস্তিনকে বাদ দেয়াটা ফিলিস্তিন জনগণের জন্যে এক মারাত্মক অপমান এবং লাখ লাখ মানুষের সেই প্রচেষ্টাকে ক্ষুন্ন করে দেয়, যারা প্যালেস্টাইনের স্বাধীনতা ও ইসরায়েলি দখলদারিত্ব এবং নির্যাতন থেকে মুক্তি লাভের আন্দোলনে জড়িত।

এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ গুগল মানচিত্র এখন সারা বিশ্বের মানুষের, যাদের মধ্যে রয়েছে সাংবাদিক, শিক্ষার্থী এবং ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে গবেষণা করা অন্যান্যরা, তাদের কাছে নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়।

এছাড়া উল্লেখ করা হয়, ইচ্ছাকৃতভাবে হোক বা অন্য কোনোভাবে, গুগল ফিলিস্তিনে ইসরায়েলি সরকারের জাতিগত নিধনে নিজেকে জড়িত করছে।

আসুন, আমরা সবাই মিলে গুগলকে মানচিত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবার এবং ইসরাইল দ্বারা অবৈধভাবে দখলকৃত ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে স্পষ্টভাবে চিহ্নিত করার আহ্বান জানাই।’

অর্থাৎ, গুগল ম্যাপস ফিলিস্তিনকে তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনকে সরিয়ে দিয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি ২০১৬ সাল থেকেই ইন্টারনেটে প্রচারিত হয়ে আসছে। কিন্ত, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গুগল ম্যাপস তাদের মানচিত্রে কখনো “ফিলিস্তিন” লেবেলটি ব্যবহার করেনি।

মূলত, গুগল ম্যাপস তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলেছে দাবিতে ‘Palestine’ লিখে সার্চ করা গুগল ম্যাপসের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। তবে, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, গুগল তাদের মানচিত্রে কখনো “ফিলিস্তিন” লেবেলটি ব্যবহার করেনি। তবে ‘গাজা উপকূল’ এবং ‘পশ্চিম তীর’ উভয় এলাকাই গুগল ম্যাপসে লেবেলযুক্ত থাকে। আন্তর্জাতিকভাবে তথা সদর দপ্তর অবস্থিত দেশ ‍যুক্তরাষ্ট্র ও পশ্চিমা কিছু দেশ কর্তৃক স্বীকৃত না হওয়ায় অর্থাৎ, ফিলিস্তিন রাষ্ট্রের সিমানা নিয়ে আন্তর্জাতিক ঐক্যমত্য না থাকায় ‘ফিলিস্তিন’ লেবেল প্রদর্শিত হয় না।

সুতরাং, গুগল ম্যাপস তাদের মানচিত্র থেকে ফিলিস্তিনকে মুছে ফেলেছে দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। 

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img