শুক্রবার, অক্টোবর 4, 2024
spot_img

কোলাকুলির দৃশ্যটি কোনো বিএনপি নেতার মেয়ের নয় 

“মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি লতিফ মাহমুদের মেয়ের ঈদ কোলাকুলি” শীর্ষক শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার হয়ে আসছে। 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। ভিডিওলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি লতিফ মাহমুদের মেয়ের ঈদের কোলাকুলির নয়  বরং ভিডিওটি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি ভিডিও।

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম Zee News এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ১৯ জুন Teen girl gives hugs to boys in public with elan for Eid Milan, video goes viral শীর্ষক শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

ভিডিও প্রতিবেদনটির ৪ সেকেন্ড থেকে ঈদ উপলক্ষে মেয়েটির একাধিক ছেলেদের সাথে কোলাকুলির ভিডিওর সাথে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ভিডিও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনাটি উত্তর প্রদেশের মোরাদাবাদের একটি শপিং মলের বাইরে ধারণ করা হয়েছিল।

পরবর্তীতে কী-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম India Tv এর ওয়েবসাইটে  ২০১৮ সালের ২২ জুন Watch: Muslim girl hugs 100 boys on Eid in UP, video goes viral | India News  শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Source: indiatv

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, মেয়েটি ঈদ উপলক্ষে মোরাদাবাদের একটি মলের বাইরে সার্বজনীন ঈদ মিলনের আয়োজন করেছে। যেখানে মেয়েটি ছেলেদের আমন্ত্রণ জানিয়েছে তাকে আলিঙ্গন করার জন্য শৃঙ্খলা বজায় রাখে এবং একটি সারিবদ্ধ হয়ে তাকে আলিঙ্গন করতে যায়। সব ছেলেরা মেয়েটিকে আলিঙ্গন করার জন্য তাদের পালার জন্য অপেক্ষা করেছিল এবং সর্বোচ্চ মর্যাদা এবং শৃঙ্খলা বজায় রেখেছিল। মেয়েটি আলিঙ্গন করে ছেলেদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিল।

মূলত, ২০১৮ সালে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের একটি মলের বাইরে একটি মেয়ের আলিঙ্গনের মাধ্যমে ছেলেদের সাথে ইদ শুভেচ্ছা বিনিময়ের ভিডিওর সাথে “মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি লতিফ মাহমুদের মেয়ের ঈদ ঈদ কোলাকুলি” শীর্ষক দাবি যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।

উল্লেখ্য, অনুসন্ধানে লতিফ মাহমুদ নামে মোহাম্মদপুর থানা বিএনপির কোনো সভাপতির অস্তিত্ব পাওয়া যায় নি। ২০১৮ সালে উসমান গনি শাহজাহান মোহাম্মদপুর থানার সভাপতি ঘোষণা করা হয়। তবে লিটন মাহমুদ বাবু নামে মোহাম্মদপুর থানা বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়কের অস্তিত্ব পাওয়া যায়, যার সাথে আলোচিত ফেসবুক পোস্টে দাবিকৃত সভাপতি লতিফ মাহমুদের নামের মিল পাওয়া যায়।

সুতরাং, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতি লতিফ মাহমুদের মেয়ের ঈদ কোলাকুলি শীর্ষক দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা।

তথ্যসূত্র

  1. Zee News: Teen girl gives hugs to boys in public with elan for Eid Milan, video goes viral
  2. India Tv: Watch: Muslim girl hugs 100 boys on Eid in UP, video goes viral | India News 
  3. International Business Times: Muslim girl hugs young boys on Eid in UP; video goes viral – IBTimes India 
  4. Jugantor : বিএনপির থানা-ওয়ার্ড কমিটি ঘোষণা 
  5. Liton Mahamud Babu on Facebook : https://www.facebook.com/terenaam.babu 
  6. Bangladesh Nationalist Party-BNP on Facebook : https://www.facebook.com/photo/?fbid=811505586177580&set=pcb.811506112844194
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img