বৃহস্পতিবার, সেপ্টেম্বর 21, 2023
spot_img

৫ বছর পূর্বের রোগাক্রান্ত শিশু সাকিবার ছবি ব্যবহার করে আর্থিক প্রতারণা

সম্প্রতি, “হৃদয় বান ব্যক্তিরা দয়া করে এগিয়ে আসুন,,,আমার মেয়ের অবস্থা খুব খুব খারাপের দিকে ভাই একটু দয়া করুন প্লিজ আমার মেয়ের চিকিৎসা সম্পন্ন করতে ভাই একটু দয়া করুন প্লিজ ভাই আমি একজন এতিম অসহায় বাবা হয়ে আপনাদের সবার দুটি পায়ে ধরে আমার মেয়ের জীবন বাঁচাতে একটু ভিক্ষা চাইছি” শীর্ষক শিরোনামে এক শিশুর ছবি সম্বলিত একটি মানবিক সাহায্যের আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আর্থিক সহায়তা চেয়ে প্রচারিত ছবিটি সাম্প্রতিক সময়ের কোনো রোগাক্রান্ত শিশুর নয় বরং ছবিটি ৫ বছর পূর্বে হেম্যানজিওমা রোগে আক্রান্ত সাকিবা নামের এক শিশুর।

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতির মাধ্যমে, যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ‘The Sun’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২৫ আগস্টে “HORROR GROWTH Toddler struggles to walk and play because of her one giant arm – that weighs half a STONE” শীর্ষক শিরোনামে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদনে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot from The Sun

পাশাপাশি, ইন্দোনেশিয়ান ভিত্তিক সংবাদমাধ্যম ‘Tribun Pekanbaru’ এর ওয়েবসাইটে ২০১৭ সালের ২৬ আগস্টে “This child’s hand has grown to its weight, not a tumor, this is the explanation” শীর্ষক শিরোনামে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়।

মূলত, চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা ছাবিনা বেগম এবং আব্দুল সাত্তারের মেয়ে সাকিবা। সাকিবা হেম্যানজিওমা নামক একটি রোগে রোগাক্রান্ত। জন্মগ্রহণ পরবর্তী সাকিবার ডান হাতের নিচে একটি ছোট পিণ্ড লক্ষ্য করেন চিকিৎসকেরা। পরবর্তীতে পিণ্ডটি একটি বিশাল আকার ধারণ করে যা তার পুরো বাহুকে গ্রাস করে এবং তার বুকেও ছড়িয়ে পড়ে। সেই সময়ে ধারণকৃত শিশু সাকিবার উক্ত ছবিটি ইন্টারনেট থেকে সংগ্রহ করে সাম্প্রতিক সময়ে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতে মানবিক আবেদনটি প্রচার করা হচ্ছে। 

অন্যদিকে অজ্ঞাত নামে আর্থিক সাহায্যের জন্য আবেদনকৃত ফেসবুক পোস্টগুলোতে উল্লিখিত বিকাশ (01826088585) নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ইতোপূর্বেও প্রতারণার উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন নাম এবং নাম্বার ব্যবহার করে আর্থিক সাহায্য চেয়ে করা পোস্টগুলোকে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমর স্ক্যানার টিম।

সুতরাং, আর্থিক সহযোগিতার নামে প্রতারণার উদ্দেশ্যে ৫ বছর পূর্বের রোগাক্রান্ত শিশু সাকিবার ছবি ব্যবহার করে মানবিক আবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

RS Team
RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img