গত ১৯ এপ্রিল, শর্ট ভিডিও প্লাটফর্ম টিকটকে ‘নায়ক রুবেল মারা গেছেন’ শীর্ষক শিরোনামে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
ভিডিওতে দেখা যায়, নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ একটি মৃতদেহে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিচ্ছেন।
mdsajinurrohman (আর্কাইভ) নামক টিকটক অ্যাকাউন্ট থেকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই পর্যন্ত টিকটকে ভিডিওটি দেখা হয়েছে ৫ লক্ষ ৭০ হাজারের অধিক বার।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মারা যাননি বরং, আরেক অভিনেতা আহমেদ রুবেলের মরদেহে শ্রদ্ধা জানানোর ভিডিওকে অধিক ভিউ পাওয়ার আশায় নায়ক রুবেল মারা গেছেন দাবিতে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ একটি মৃতদেহে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখছেন।
পরবর্তীতে Nice Multimedia নামের একটি ইউটিউব চ্যানেলে গত ৮ ফেব্রুয়ারী ‘মারা গেছেন অভিনেতা রুবেল এমপি হিসেবে যা দ্বায়িত্ব পালন করলেন নায়ক ফেরদৌস’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়।
এই ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির দৃশ্যমান মিল পাওয়া যায়। অভিনেতা আহমেদ রুবেল মারা যান গত ৭ ফেব্রুয়ারি। পরদিন রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা প্লাজায় আহমেদ রুবেলের মরদেহ নেওয়া হয়। সেখানেই রুবেলকে শ্রদ্ধা জানাতে যান অভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ফুলেল শ্রদ্ধা শেষে তিনি আহমেদ রুবেলকে নিয়ে স্মুতি স্মারণমূলক বক্তব্য দেন।
অর্থাৎ, ফেরদৌসের ফুলেল শুভেচ্ছা শেষে বক্তব্য দেওয়ার ভিডিওটি মূলত আরেক অভিনেতা আহমেদ রুবেলের মৃতদেহে নায়ক ফেরদৌসের শ্রদ্ধা জানানোর দৃশ্য।
আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকাশের সময় চিত্রনায়ক রুবেলের এক্টিভিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ইনডিপেনডেন্ট টেলিভিশনে গত ১৯ এপ্রিল ‘শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন চিত্রনায়ক রুবেল’ শিরোনামের একটি ভিডিওতে রুবেলকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বলতে দেখা যায়।
এই ভিডিও থেকে জানা যায়, মিশা ও ডিপজল প্যানেলের হয়ে সহসভাপতি পদে নির্বাচন করেছেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের এই নির্বাচনে সহ-সভাপতি পদে রুবেল জয় লাভও করেছেন।
অর্থাৎ, তার দৃশ্যমান উপস্থিতিই বলে দিচ্ছে, তার মৃত্যুর দাবিটি সঠিক নয়।
মূলত, গত ৭ ফেব্রুলারি অভিনেতা আহমেদ রুবেল মারা যান। পরদিন তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহে শ্রদ্ধা জানান নায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতি স্মারণমূলক বক্তব্যও দেন। উক্ত ঘটনার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চিত্রনায়ক রুবেল (মাসুম পারভেজ রুবেল) মারা গেছেন। কিন্তু, রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, নায়ক রুবেল সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
সুতরাং, নায়ক রুবেল মারা গেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Nice Multimedia: মারা গেছেন অভিনেতা রুবেল এমপি হিসেবে যা দ্বায়িত্ব পালন করলেন নায়ক ফেরদৌস
- Independent Television: শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন চিত্রনায়ক রুবেল
- Rumor Scanner’s own analysis