চলমান বন্যার ছবি দাবিতে সাম্প্রতিক ছবির সাথে মিলিয়ে পুরনো ছবি প্রচার

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জেলাসহ নানা জায়গায় পানি বেড়ে ভয়াবহ বন্যার সৃষ্টি করেছে। ভয়াবহ এই বন্যায় অর্ধকোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সরকার। সরকারি হিসেবেই এখন পর্যন্ত ৭১ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্যার ছবি দাবিতে বেশকিছু ছবি ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।

বন্যার ছবি

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আগস্ট মাসের ভয়াবহ বন্যার ছবি দাবিতে প্রচারিত ছবিগুলোর মধ্যে অন্তত আটটি ছবি এক বা একাধিক বছরেরও বেশি পুরনো এবং একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।

প্রথম ছবি যাচাই 

এ বিষয়ে অনুসন্ধানে আগস্ট মাসের বন্যা দাবিতে প্রচারিত একটি ছবি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করলে জানা যায়, ছবিটি ২০১৭ সালে নানারকম কন্টেন্ট স্টকের ওয়েবসাইট istockphoto তে আপলোড করা হয়েছে। 

Comparison : Rumor Scanner

সেখানে ছবিটির বর্ণনায় বলা হয়, ছবিটি ২০১৭ সালের ২০ আগস্টে ধারণকৃত এবং ছবিতে মানিকগঞ্জের শিবালয় এলাকা দেখা যাচ্ছে। 

দ্বিতীয় ছবি যাচাই

অপর আরেকটি ছবির বিষয়ে একইভাবে অনুসন্ধানে জানা যায়, ছবিটি অন্তত সাত বছর আগে ২০১৭ সাল থেকেই অনলাইনে বিদ্যমান৷ 

Comparison : Rumor Scanner

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে দেশিয় সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনে “বন্যায় ৬ লাখ ১১ হাজার ১৭০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত” শিরোনামে ২০১৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি ব্যবহৃত হতে দেখা যায়। উক্ত প্রতিবেদনে ছবিটি সংগৃহীত বলে উল্লেখ করা হয়। অর্থাৎ, ছবিটি তারও পুরনো হতে পারে।

তৃতীয় ছবি যাচাই

ভেলার মধ্যে নারীর রান্না করার একটি ছবি সাম্প্রতিক সময়ের বন্যার ছবি দাবিতে ফেসবুকে প্রচারিত হয়৷ কিন্তু, রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটিও পুরনো। 

Comparison : Rumor Scanner

ক্যাথোলিক মিডিয়া সার্ভিস UCA News এর ওয়েবসাইটে ২০২০ সালে “Bangladesh floods worsen leaving 1.5 million stranded” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে আলোচিত ছবিটি পাওয়া যায়। ছবিটি লিটন দাস নামের কোনো একজন ধারণ করেছেন এবং ছবিটিতে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকা দেখা যাচ্ছে বলেও প্রতিবেদনটি থেকে জানা যায়।

চতুর্থ ছবি যাচাই

গ্রামাঞ্চল একটি এলাকায় বেশ কিছু বাড়িঘর ডুবে যাওয়ার আরেকটি ছবি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে দেশিয় সংবাদমাধ্যম জাগোনিউজ২৪ এ “জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ : ২ শিশুর মৃত্যু” শিরোনামে ২০১৬ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। 

Comparison : Rumor Scanner

অর্থাৎ, উক্ত ছবিটিও অন্তত ৮ বছর পুরনো।

পঞ্চম ছবি যাচাই

আগস্ট মাসের বন্যা দাবিতে প্রচারিত আরেকটি ছবি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ (ইন্ডিয়া) এর ওয়েবসাইটে “Thousands marooned in Bangladesh floods” শিরোনামে ২০২২ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে দেখতে পাওয়া যায়৷ অর্থাৎ, উক্ত ছবিটিও অন্তত ২ বছর পুরনো।

Comparison : Rumor Scanner

ষষ্ঠ ছবি যাচাই

বন্যার পানির মধ্যে একাধিক ডুবন্ত বাড়ি ও একজন নারীর প্রচারিত নিম্নের ছবিটিও অন্তত ৫ বছরের পুরনো। 

Comparison : Rumor Scanner

রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে মূলধারার সংবাদমাধ্যম যুগান্তরে “বিভিন্ন জেলায় বন্যা: উত্তরে উন্নতি মধ্যাঞ্চলে স্থিতিশীল” ২০১৯ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি ব্যবহৃত হতে দেখা যায়।

সপ্তম ছবি যাচাই

দুজন ব্যক্তির সাথে বন্যার পানিতে সিংহভাগ ডুবন্ত অবস্থায় এক গরুর ছবিকেও আগস্ট মাসের ভয়াবহ বন্যার সময়কার ছবি দাবিতে প্রচার করা হয়৷ কিন্তু, রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে জানা যায়, উক্ত ছবিটিও অন্তত ১ বছর পুরনো। 

Comparison : Rumor Scanner

মূলধারার গণমাধ্যম দৈনিক ইনকিলাবে “সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি: নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে মানুষ” শিরোনামে ২০২৩ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি দেখতে পাওয়া যায়৷

অষ্টম ছবি যাচাই

এছাড়া, বন্যার পানিতে একজন যুবকের পিঠের উপর একটি বাছুরের ছবিকেও আগস্ট মাসের ভয়াবহ বন্যার ছবি দাবিতে প্রচার করা হলেও রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করে জানা যায়, উক্ত ছবিটিও অন্তত ৫ বছর পুরনো। 

Comparison : Rumor Scanner

২০১৯ সালে বাংলাদেশি সংবাদমাধ্যম ডেইলি বাংলাদেশ “Humanity for animal !” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে উক্ত ছবিটি ব্যবহার করে। তারা ছবিটিকে সংগৃহীত বলে উল্লেখ করে। অর্থাৎ, ছবিটি ৫ বছরেরও পুরনো হতে পারে। 

নবম ছবি যাচাই

আগস্ট মাসের ভয়াবহ বন্যার ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত উক্ত পোস্টে আরেকটি হৃদয়বিদারক ছোট বাচ্চার ছবি ব্যবহার করা হয়েছে। 

Image : Rumor Scanner

কিন্তু, রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, উক্ত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য তৈরি। এই ছবির বিষয়ে রিউমর স্ক্যানার টিম ইতোমধ্যে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।

সুতরাং, ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ছবিকে গেল আগস্ট মাসের ভয়াবহ বন্যার ছবি দাবিতে প্রচার করা হয়েছে: যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

RS Team
Rumor Scanner Fact-Check Team
- Advertisment -spot_img
spot_img
spot_img