সম্প্রতি, “মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেললো বাবা” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বাবা কর্তৃক মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেলে দেওয়ার ঘটনাটি বাংলাদেশের কোনো স্থানের নয় বরং উক্ত ঘটনাটি ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়া জেলার।
ফেসবুকে প্রকাশিত পোস্টগুলোর সূত্র ধরে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে, দেশীয় সংবাদমাধ্যম ‘চ্যানেলআই’ এর অনলাইন সংস্করণে গত ২৯ মার্চ “মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেললো বাবা” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশে এটি ভারতের ঘটনা তা উল্লেখ করা হয়েছে।
তবে বাংলাদেশের অনেক ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি যথাযথ যাচাই না করে শুধুমাত্র শিরোনামটি কপি-পেস্ট করে ফেসবুকে প্রচার করছেন ফলে ঘটনাটি ভারতের হলেও ভারত শব্দটি উল্লেখ না করে বাংলাদেশে প্রচার করায় ঘটনাটি বাংলাদেশের কোনো স্থানের ভেবে বিভ্রান্তির সৃষ্টি হয়।
পরবর্তীতে, আলোচিত ঘটনাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ ও ‘এনডিটিভি’ এবং দেশীয় সংবাদমাধ্যম ‘যমুনা টিভি’, ‘সময় টিভি’ ও ‘ইনকিলাব’ এ প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
মূলত, মেয়েকে ধর্ষণের প্রতিবাদে ঐ মেয়ের বাবা ও মা গত ২৬ মার্চ ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় ত্রিলোকচাঁদ নামের এক ব্যক্তিকে হত্যা করে আজনাল নদীতে ফেলে দেন। পরদিন ২৭ মার্চ আজনাল নদীতে অভিযুক্ত ধর্ষকের দ্বিখণ্ডিত মরদেহ ভাসতে দেখতে পায় স্থানীয় জনগণ এবং পরবর্তীতে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রসঙ্গত, খান্দোয়া পুলিশের বক্তব্য অনুযায়ী হত্যায় অভিযুক্ত ব্যক্তিরা এবং ধর্ষণে অভিযুক্ত নিহত ব্যক্তি উভয়ই সম্পর্কে আত্মীয় হন। খুনে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং এই ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখছেন তারা।
উল্লেখ্য, রিউমর স্ক্যানার টিম পূর্বেও ভিনদেশের ঘটনাকে বাংলাদেশের ঘটনা দাবি করে প্রচারিত তথ্যকে বিভ্রান্তিকর হিসেবে শনাক্ত করে একাধিক ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে।
অর্থাৎ, ভারতে এক বাবা কর্তৃক মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেলে দেওয়ার খবরটি বাংলাদেশে ‘ভারত’ শব্দ উল্লেখ না করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মেয়ের ধর্ষককে কেটে টুকরো করে নদীতে ফেললো বাবা
- Claimed By: Facebook Posts
- Fact Check: Misleading
[/su_box]
তথ্যসূত্র
- চ্যানেল আই- https://www.channelionline.com/%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B/
- যমুনা টিভি- https://www.jamuna.tv/news/333599
- ইনকিলাব- https://m.dailyinqilab.com/article/474038/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE
- সময় টিভি- https://www.somoynews.tv/news/2022-03-29/%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE
- এনডিটিভি- https://www.ndtv.com/india-news/man-who-raped-minor-killed-by-her-father-body-dumped-in-river-madhya-pradesh-cops-2848290
- ইন্ডিয়া টুডে- https://www.indiatoday.in/india/madhya-pradesh/story/man-rape-minor-killed-by-her-father-and-uncle-in-mp-1930890-2022-03-29