সম্প্রতি, ফরিদপুরে হিন্দুদের ওপর হামলা দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

‘Bangladesh Hindu Genocide’ নামের অ্যাকাউন্ট থেকে আপলোডকৃত ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃষি ব্যাংকের সামনে দুর্বৃত্তদের দ্বারা হিন্দুদের ওপর হামলা। বাংলাদেশী মিডিয়া এবং প্রশাসন প্রতিদিনের এমন অসংখ্য ঘটনায় নীরব। পোস্টটি দেখুন- এখানে (আর্কাইভ)।
অন্য আরেকটি এক্স অ্যাকাউন্ট থেকে একই ভিডিও প্রচার করে ক্যাপশনে দাবি করা হয়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কৃষি ব্যাংকের সামনে মুসলিম সন্ত্রাসীদের দ্বারা হিন্দুদের উপর হামলা। পোস্টটি দেখুন- এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারীতে পৌর বাজারের পুকুর পাড় এলাকার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পল্লব সরকার ও বিজয় সরকার নামে দুই যুবক ও ভ্যানচালকের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। উক্ত ঘটনার সাথে ধর্মীয় বা সাম্প্রদায়িক ইস্যুর কোনো সম্পৃক্ততা নেই।
এই বিষয়ে অনুসন্ধানে ‘sumon khan 007’ নামক ফেসবুক পেজে আলোচিত দাবিতে প্রচারিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

গত ৩ মার্চ আপলোড করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আজ দুপুরে বোয়ালমারী কৃষি ব্যাংক এর সামনে।’
পোস্টটির এডিট হিস্টোরি পর্যবেক্ষণ করে দেখা যায়, ভিডিওটি আপলোডের পর একবার সম্পাদনা করে ক্যাপশনটি দেওয়া হয়েছে।

ভিডিওটির ক্যাপশনে ঘটনা সম্পর্কে বিস্তারিত কিছুই জানানো হয়নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইনডিপেনডেন্ট টিভির ইউটিউব চ্যানেলে গত ৪ মার্চ প্রচারিত ‘ফরিদপুরের বোয়ালমারীতে দুইপক্ষের মধ্যে এ সংঘ’র্ষ হয় | Faridpur | Independent TV’ শীর্ষক ক্যাপশনে এই বিষয়ে সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ ৫ জন আহত হয়েছেন। ৩ মার্চ উপজেলার পৌর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, পৌর বাজারের পুকুর পাড় এলাকার পল্লব সরকার ও বিজয় সরকার নামে দুই যুবক পৌরসভায় ভোটার হতে যায়। দুপুরে সেখান থেকে বাড়ি ফেরার পথে রড বোঝাই ভ্যানের সাথে পল্লবের ধাক্কা লাগলে এক পর্যায়ে তাদের সঙ্গে ভ্যানচালকের হাতাহাতির ঘটনা ঘটে। বিকেল ওই ভ্যানচালক ও দুই যুবক লোকজন নিয়ে এসে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নেয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হয়। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে ইনকিলাব ও বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। প্রতিবেদনগুলোর কোনোটিতেই উক্ত ঘটনার সাথে ধর্মীয় বা সাম্প্রদায়িক ইস্যুর সংযোগ পাওয়া যায়নি।
সুতরাং, ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনাকে ধর্মীয় রং মিশিয়ে হিন্দুদের ওপর হামলা দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Independent Television: ফরিদপুরের বোয়ালমারীতে দুইপক্ষের মধ্যে এ সংঘ’র্ষ হয় | Faridpur | Independent TV
- Daily Inqilab: বোয়ালমারীতে দুইপক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত ৫
- banglanews24.com: বোয়ালমারীতে দুপক্ষের সংঘর্ষ, আহত ৫