সাকিব আল হাসানের চাওয়াতে মাহমুদুল্লাহর এশিয়া কাপে খেলার দাবিটি মিথ্যা

সম্প্রতি, “সাকিব আল হাসানের চাওয়াতে এশিয়া কাপ খেলবেন মাহমুদুল্লাহ” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

প্রচারিত ভিডিওতে যা দাবি করা হচ্ছে

আইসিসির নতুন নিয়মে কপাল খুলছে মাহমুদুল্লাহ রিয়াদের। আর সেই সুযোগটাই যেনো নিলো সাকিব আল হাসান। বললেন মাহমুদুল্লাহ রিয়াদকে দলে না নিলে তিনিই বিশ্বকাপ খেলবেন না এবং ২৪ ঘন্টার ভেতর মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ফেরানোর দাবি জানিয়েছেন সাকিব আল হাসান।

ফেসবুকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং পোস্ট (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত এমন কিছু ভিডিও দেখুন পোস্ট (আর্কাইভ), পোস্ট (আর্কাইভ) এবং  পোস্ট (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সাকিব আল হাসানের চাওয়াতে মাহমুদুল্লাহ রিয়াদের এশিয়া কাপ খেলার দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। প্রকৃতপক্ষে কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই উক্ত দাবিটি ইন্টারনেটে প্রচার করা হচ্ছে।

দাবিটি নিয়ে অনুসন্ধানের শুরুতেই রিউমর স্ক্যানার টিম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ান ডে  সংস্করণের অধিনায়ক সাকিব আল হাসান এশিয়া কাপের দলে মাহমুদুল্লাহ রিয়াদের থাকা না থাকা নিয়ে কোনো মন্তব্য করেছেন কি না তা নিয়ে অনুসন্ধান করে। 

এ নিয়ে অনুসন্ধানে সংবাদ ভিত্তিক চ্যানেল যমুনা টিভির ওয়েবসাইটে গত ২১ আগস্ট এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য দোয়া চেয়েছেন সাকিব শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

Screenshot: Jamuna TV

এ প্রতিবেদনটিতে এশিয়া কাপ নিয়ে সাকিবের একটি বক্তব্য খুঁজে পাওয়া যায়। যেখানে তিনি বলেন, ‘সামনে আমাদের এশিয়া কাপ, বিশ্বকাপ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো খেলতে পারি।’

সাকিবের একই বক্তব্য খুঁজে পাওয়া যায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বাংলা সংস্করণে একইদিনে ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য প্রবাসীদের কাছে দোয়া চাইলেন সাকিব’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকেও। 

Screenshot: Daily Star

জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন দেখুন ‘দুবাইয়ে সোনার দোকান উদ্বোধন করে দোয়া চাইলেন সাকিব।’

এসব প্রতিবেদনের কোথাও সাকিব আল হাসানের মাহমুদুল্লাহ রিয়াদের এশিয়া কাপ খেলা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যমেও সাকিব আল হাসানের চাওয়াতে মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করা নিয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া সাকিব আল হাসানের ভেরিফায়েড ফেসবুক পেজ  ঘুরেও এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। 

অপরদিকে দেখা যায়, টিকটকে প্রচারিত ভিডিওটির শিরোনামে এশিয়া কাপের কথা বলা হলেও ভিডিওটির বিস্তারিত অংশে বিশ্বকাপের কথা বলা হয়েছে। যদিও এখনো বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেনি বিসিবি।

উল্লেখ্য, গত ১২ আগস্ট সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপ ২০২৩ এর ১৭ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।  

Screenshot from Tigercricket.com.bd

দলের বাকি সদস্যরা হলেন, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম। ১৭ জনের এই দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। 

পরবর্তীতে আরটিভি অনলাইনে গত ১৯ আগস্ট “বিসিবির পরিকল্পনায় মাহমুদউল্লাহসহ ৮ ক্রিকেটার” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,  ২০ আগস্ট থেকে এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ দল ক্যাম্প শুরু করবে। এই ক্যাম্পের পাশাপাশি জাতীয় দলের আরও আট ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্পের পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। উক্ত ক্যাম্পে মাহমুদুল্লাহ রিয়াদও অংশগ্রহণ করবেন।

Screenshot from RTV

মূলত, গত ১২ আগস্ট আসন্ন এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানকে অধিনায়ক করে ১৭ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ১৭ সদস্যের এই দলে জায়গা পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে যে, সাকিব আল হাসানের চাওয়াতে এশিয়া কাপ খেলবেন মাহমুদুল্লাহ । তবে অনুসন্ধানে দেখা যায়, মাহমুদুল্লাহ রিয়াদের এশিয়া কাপ খেলা নিয়ে কোনো মন্তব্য করেননি সাকিব আল হাসান। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী মাহমুদুল্লাহ রিয়াদ এশিয়া কাপ ২০২৩ এর ১৭ জনের দলেও অন্তর্ভুক্ত নন।

সুতরাং, সাকিব আল হাসানের চাওয়াতে মাহমুদুল্লাহ রিয়াদ এশিয়া কাপ খেলবেন দাবিতে ইন্টারনেটে  প্রচারিত তথ্যটি  সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img