Fact Check: ৫ আগস্টের পর লকডাউন না বাড়ার সংবাদটি ভুয়া

সম্প্রতি “৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না” শীর্ষক একটি তথ্য স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানেএখানে, এখানে, এখানে এবং এখানে।

নিউজের আর্কাইভ দেখুন এখানে এবং এখানে। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আগামী ৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না মর্মে স্বরাষ্ট্রমন্ত্রী আজ কোন বিবৃতি প্রদান করেন নি বরং গতকাল বিকেলেই স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে ভুয়া তথ্যটি ফেসবুকে প্রচারিত হয়েছিলো।

মূলত আজ ২৮ জুলাই বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সংবাদটিকে গুজব নিশ্চিত করে রিউমর স্ক্যানারকে জানিয়েছেন

‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে কোট করে কয়েকটি মিডিয়ায় একটি নিউজ যাচ্ছে যে ‘৫ আগস্টের পর আর লকডাউন দেয়া হবে না’। প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী আজ এ ধরণের কোন কথা বলেননি। এটি ‘গুজব’।

গুজবের সূত্রপাতঃ

প্রতিদিনের চাকুরীর খবর নামক একটি ফেসবুক পেজ থেকে গতকাল বিকেল ৪ টা ৫২ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে তথ্যটি প্রথম প্রচারিত হলেও সেখানে কোন সূত্র উল্লেখ ছিলোনা

তবে দৈনিক যুগান্তরের অনলাইন সংস্করণে প্রকাশিত আজকের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বুধবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অফিসকক্ষে যুগান্তরের সঙ্গে একান্ত আলাপচারিতায় ৫ আগস্টের পর লকডাউন না বাড়ার বিষয়টি জানান স্বরাষ্ট্রমন্ত্রী’।

তবে পরবর্তীতে যুগান্তরের প্রতিবেদনটি পরিবর্তন করা হয়েছে।

তবে, গতকাল ২৭ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, গার্মেন্টসসহ বিভিন্ন কারখানা খোলার অনুমতির জন্য বারবার অনুরোধ এসেছে মালিকদের পক্ষ থেকে। তবে আমরা সেটা এলাউ কারিনি। চলমান এই লকডাউনের শেষ পর্যন্ত কারখানা বন্ধ থাকাসহ অন্যান্য বিধিনিষেধ কড়াকড়িভাবে পালিত হবে। ৫ আগস্টের পর লকডাউন আর বাড়ছে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি আরও জোরদার করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে আগাম নিবন্ধনের প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই টিকা দেওয়া যাবে। সরকার টিকা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে, যা আগামী ৫ আগস্ট পর্যন্ত বহাল থাকবে।

সুতরাং, ৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষক সংবাদটি সম্পূর্ণ গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: ৫ আগস্টের পর লকডাউন বাড়ছে না জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • Claimed By: Facebook Post, News Portal
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img