ফ্রান্সের ফোকাস হারানোর মতো পর্তুগাল দলে কোনো মেসি নেই শীর্ষক কোনো মন্তব্য ফ্রান্স কোচ দিদিয়ের দেশম করেননি

গত ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১ টায় পুরুষদের ইউরো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইউরোপের শীর্ষস্থানীয় দুই ফুটবল দল ফ্রান্স এবং পর্তুগাল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় শেষেও গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৫-৩ গোলে ম্যাচটি জিতে নেয় ফ্রান্স। উক্ত ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্রান্স পুরুষ ফুটবল দলের কোচ দিদিয়ের দেশমের নামে একটি উক্তি প্রচারিত হয়। দাবি করা হয়, ফ্রান্স পুরুষ ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম বলেছেন, “আমাদের সামনে নার্ভাস বা ফোকাস হারানোর মতো কোনো মেসি নেই, প্রথম মিনিট থেকেই আমি শান্ত ছিলাম।”

ফ্রান্সের ফোকাস

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফ্রান্স পুরুষ ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে জড়িয়ে এরকম কোনো মন্তব্য করেননি, বরং কোনোরকম বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই ভিত্তিহীনভাবে উক্ত দাবি প্রচার করা হচ্ছে। 

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে পর্তুগাল ম্যাচের পর দিদিয়ের দেশমের করা এমন কোনো উক্তি পাওয়া যায়নি। খেলাধুলা ভিত্তিক ওয়েবসাইট ইয়াহু স্পোর্টসে উক্ত ম্যাচশেষে দিদিয়ের দেশমের করা বেশকিছু মন্তব্য পাওয়া যায়। সেখানেও এরকম কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ বরং, তাকে এর বিপরীতধর্মী মন্তব্য করতে দেখা যায়। দেশম বলেন, “এটি খুবই কঠিন ম্যাচ ছিল। আমরা জানতাম পর্তুগাল দল কতটা ভালো, এবং দুই দলই জিততে পারতো।”

আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলোতে তথ্যসূত্র হিসেবে “Ce$t France sportz” উল্লেখ করা হয়। কিন্তু, এই নামে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। তাছাড়া, উক্ত দাবিতে আরো কিছু ফেসবুক অ্যাকাউন্ট একটি ব্যানার বা পোস্টারের ছবি পোস্ট করে। সেই ব্যানারে Leo Legend Messi নামে একটি ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের নাম দেখা যায়৷ অতঃপর, অধিকতর অনুসন্ধান করে উক্ত ব্যানারের সম্ভাব্য সূত্রপাত পাওয়া যায়। Leo Messi – The legend নামের একটি ফেসবুক পেজ থেকে এই ব্যানারটির সম্ভাব্য সর্বপ্রথম পোস্টটি করা হয়। তবে, উক্ত পোস্টেও এমন দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ দেওয়া হয়নি। 

Screenshot : Facebook

উক্ত পেজটির অ্যাবাউট সেকশন পর্যবেক্ষণ করলে দেখা যায়, তারা নিজেদেরকে লিওনেল মেসির একটি ফ্যান পেজ বলে দাবি করে এবং উক্ত পেজটি বাংলাদেশসহ আরো ৪ টি দেশ পাকিস্তান, ঘানা, ভারত এবং নেপাল থেকে পরিচালিত হয়। 

Screenshot : Facebook

তাছাড়া, উক্ত দাবি এক্সেও কিছু বিদেশি অ্যাকাউন্ট থেকে পোস্ট হতে দেখা যায়, কিন্তু সেগুলোতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ উল্লেখ করা হয়নি।

মূলত, গত ৬ জুলাই পুরুষদের ইউরো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে পর্তুগাল হারার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি করা হয়, ফ্রান্স দলের কোচ দিদিয়ের দেশম বলেছেন, “আমাদের সামনে নার্ভাস বা ফোকাস হারানোর মতো কোনো মেসি নেই, প্রথম মিনিট থেকেই আমি শান্ত ছিলাম।” কিন্তু রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান করে দেখেছে, প্রকৃতপক্ষে উক্ত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ নেই। বরং, ম্যাচশেষে দিদিয়ের দেশম বলেন দুই দলেরই জেতার সুযোগ ছিল। 

সুতরাং, ফ্রান্স পুরুষ ফুটবল দলের কোচ দিদিয়ের দেশম বলেছেন, “আমাদের সামনে নার্ভাস বা ফোকাস হারানোর মতো কোনো মেসি নেই, প্রথম মিনিট থেকেই আমি শান্ত ছিলাম।” শীর্ষক দাবিটি ভিত্তিহীন এবং মিথ্যা।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img