সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন “বাংলাদেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন যার জন্যে তিনি যুক্তরাষ্ট চলে গিয়েছেন” দাবি করে বিমানের সামনে দাঁড়ানো তার একটি ছবি যুক্ত ভিডিও ইন্টারেনেটে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত এ সংক্রান্ত ভিডিও দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি টিকটকে প্রচারিত উক্ত দাবির ভিডিওই দেখা হয়েছে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৮৯৯ বার। এছাড়াও ভিডিওটিতে প্রায় ১১ হাজার ৭৭৮ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়াও দেখানো হয়েছে। পাশাপাশি ভিডিওটি ১৮২ বার শেয়ার করা হয়েছে।
একই ভিডিও ইউটিউবে দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার জন্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার দাবিটি সঠিক নয় বরং, ২০২৩ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত আইপিএল ম্যাচ খেলতে খুলনা টাইগার্সের এই ক্রিকেটার বিমানে চট্টগ্রাম পৌঁছালে সেসময় ছবিটি ধারণ করা হয়।
আলোচিত দাবিটির বিষয়ে অনুসন্ধানে একাধিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমেও দেশী-বিদেশী গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে মোহাম্মদ সাইফুদ্দিনের যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে সেদেশে যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বিমানের সাথে তোলা তার ছবিটির বিষয়ে অনুসন্ধানে মোহাম্মদ সাইফুদ্দিনের ভেরিফাইড ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে ২০২৩ সালের ১১ জানুয়ারি দোয়া করবেন সবাই শীর্ষক শিরোনামে করা একটি পোস্টো ছবিটি খুঁজে পাওয়া যায়।
পরদিন ১২ জানুয়ারি বিপিএলের দল খুলনা টাইগার্সের পেজেও সাইফুদ্দিনকে একই পোশাকে দেখা যায়। প্রচারিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। পোস্টটির শিরোনাম থেকে জানা যায়, দলের খেলোয়াড়রা চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাওয়া কোনো ম্যাচে অংশগ্রহণ করতে বিমানযোগে যেখানে পৌঁছেছেন।
মূলত, সম্প্রতি, বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন বাংলাদেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হয়ে খেলবেন যার কারণে তিনি যুক্তরাষ্ট্র চলে গিয়েছেন দাবিতে বিমানের সামনে দাঁড়ানো তার একটি ছবি যুক্ত ভিডিও ইন্টারেনেটে প্রচার করা হয়েছে। তবে রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বিপিএলের দল খুলনা টাইগার্সের হয়ে খেলতে বিমানে করে চট্টগ্রাম গেলে সেখানে তার এই ছবিটি তোলা হয়,। তাছাড়া, আলোচিত দাবি সংক্রান্ত কোনো তথ্য গণমাধ্যমে পাওয়া যায়নি।
সুতরাং, বাংলাদেশের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের বাংলাদেশের পরিবর্তে যুক্তরাষ্ট্রের হয়ে খেলতে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি মিথ্যা।
তথ্যসূত্র
- Mohammad Saifuddin: দোয়া করবেন সবাই
- Khulna Tigers: Our Tigers have landed in Chittagong
- Rumor Scanner’s Own Analysis