সম্প্রতি, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

ফেসবুক প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, এটিএম আজহারুল ইসলামের মুক্তি পাননি। তিনি এখনও কারাগারে আছেন। আগামী ২৫ ফ্রেব্রুয়ারি তার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।
দাবিটির বিষয়ে অনুসন্ধানে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে বাংলা ট্রিবিউন-এর ওয়েবসাইটে ২৩ ফেব্রুয়ারি জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি ২৫ ফেব্রুয়ারি শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

প্রতিবেদনটি থেকে জানা যায়, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানির জন্য আগামী ২৫ ফ্রেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এছাড়াও প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ২৩ জানুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আপিল বিভাগ।
একই তথ্যে দেশের অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ প্রকাশ করেছে। (১, ২, ৩)
উল্লেখ্য, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ২, ৩ এবং ৪ নম্বর অভিযোগে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এছাড়া, অপহরণ, নির্যাতন, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত ৫ নম্বর অভিযোগে ২৫ বছর জেল ও ৬ নম্বর অভিযোগে নির্যাতনের দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে আজহারুল ইসলাম খালাস চেয়ে ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আপিল দায়ের করা হয়।
সুতরাং, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Bangla Tribune Website: জামায়াত নেতা এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি ২৫ ফেব্রুয়ারি
- Prothom Alo Website: মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার
- Bdnews24 Website: মানবতাবিরোধী অপরাধ: জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার
- UNB Website: এটিএম আজহারের রিভিউ শুনানি ২৫ ফেব্রুয়ারি