সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে একটি উদ্ভিদ বা গাছের ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে গাছটি মরিয়ম ফুলের এবং গাছটিতে সাত বছরে একবার ফুল ফুটে, অতঃপর সাতদিন জীবিত থাকে।
উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া অবধি উক্ত ভিডিওটি ১২ লক্ষেরও অধিক বার দেখা হয়েছে এবং এক লক্ষ ২৫ হাজারেরও অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওটিতে প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে দেখানো ছবিটি মরিয়ম ফুলের ছবি নয় বরং এটি Asteraceae গোত্রের Haleakalā silversword নামের একটি উদ্ভিদের ছবি। অপরদিকে মরিয়ম ফুল হচ্ছে, Brassicaceae গোত্রের একটি উদ্ভিদ। তাছাড়া প্রচারিত ভিডিওটিতে দেখানো গাছটি ৭ বছরে একবার ফুল দিয়ে মারা যায় না। বরং, ৩ থেকে ৯০ বছরের মধ্যে যেকোনো সময় ফুল দিয়ে মারা যেতে পারে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটিতে ব্যবহৃত উদ্ভিদের ছবিটি রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে উদ্ভিদ চিনতে সাহায্য করা প্ল্যাটফর্ম Plantnet এ খুঁজে পাওয়া যায়। তাছাড়া, Garden En নামের আরেকটি প্ল্যাটফর্মেও উক্ত উদ্ভিদের ছবি খুঁজে পাওয়া যায়। দুই প্ল্যাটফর্মেই উক্ত উদ্ভিদটির নামে Haleakala Silversword নামটি সাধারণ হিসেবে পাওয়া যায়। উক্ত প্রজাতির গাছগুলো Silversword, Hawaiian silversword, Hawai’i silversword, East Maui Silversword, Mauna Kea Silversword নামেও পরিচিত। উক্ত সাইটে উক্ত উদ্ভিদটির গোত্র হিসেবে Asteraceae উল্লেখ করতে দেখা যায়।
অতঃপর উক্ত সূত্র ধরে অনুসন্ধান অব্যাহত রাখলে আমেরিকা সরকারের দ্বারা পরিচালিত National Park Service এর ওয়েবসাইটে “Haleakala Silverswords” শিরোনামের একটি নিবন্ধে উক্ত গাছ সম্পর্কে আরো বেশ কিছু তথ্য পাওয়া যায়। উক্ত গাছটির বৈজ্ঞানিক নাম Argyroxiphium sandwicense subsp. macrocephalum এবং গাছটির আয়ু ৩ থেকে ৯০ বছর পর্যন্ত। গাছটি একবার ফুল দেয় এবং তারপর দ্রুতই মারা যায়। অর্থাৎ, এ থেকে বোঝা যাচ্ছে গাছটি ৩ থেকে ৯০ বছরের মধ্যে যেকোনো সময়ই ফুল দিয়ে মারা যেতে পারে।
Haleakala Crater এর নানা তথ্য প্রকাশ করা প্ল্যাটফর্ম haleakalacrater এর ওয়েবসাইটে “Maui Plant of the Month: Silversword” শিরোনামের নিবন্ধেও গাছটির আয়ু ৩ থেকে ৯০ বছর উল্লেখ করা হয়েছে। তবে, কিছু সূত্রে এই সংখ্যাগত তথ্যের মধ্যে তারতম্য পাওয়া গেলেও কোথাও বলা হয়নি যে সাত বছর পরই এটি ফুল দিয়ে অবশ্যম্ভাবীভাবে মারা যায়। যেহেতু ৩ থেকে ৯০ বছর পর্যন্ত বাঁচে, তাই ৭ বছর বয়সে ফুল দিয়ে মারা যাওয়াও অস্বাভাবিক নয়৷ তবে, সেটা সবসময় ঘটে না৷ বরং, ভারতের সবচেয়ে বড় অনলাইন লার্নিং অ্যাপ Unacademy এর নিবন্ধ অনুসারে উক্ত উদ্ভিদের গড় আয়ু ১২ বছর।
haleakalacrater এর নিবন্ধের তথ্য অনুযায়ী, গাছটি শুধুমাত্র হাওয়াই দ্বীপপুঞ্জের দ্বীপ মাউই’য়ে পাওয়া যায়। তাছাড়া, আরোহন, পর্বতারোহণ বিষয়ক তথ্যের একটি প্ল্যাটফর্ম সামিট পোস্টের নিবন্ধের তথ্যানুসারে গাছটি হাওয়াইয়ের স্থানীয় গাছ। গাছটি শুধুমাত্র মাউই দ্বীপ এবং সুপ্ত হালিয়াকালা আগ্নেয়গিরির চারপাশের ঢালে উঁচু জায়গায় পাওয়া যায়।
হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের তথ্যানুসারে, Silverswood এর তিনটি প্রজাতি মাউই এবং হাওয়াই এর দ্বীপগুলোতে রয়েছে যার মধ্যে Argyroxiphium sandwicense প্রজাতি দুইটি দ্বীপেই পাওয়া যায়, A. Kauense পাওয়া যায় শুধুই হাওয়াই দ্বীপে এবং A. caliginii পাওয়া যায় শুধুই মাউই দ্বীপে।
অতঃপর, মরিয়ম ফুল নিয়ে অনুসন্ধান করলে বন্যপ্রাণী বিষয়ক নানা তথ্যের একটি প্ল্যাটফর্ম Jungle Dragon এ “Anastatica” শিরোনামে একটি নিবন্ধ পাওয়া যায়। মরিয়ম ফুলকে Jericho rose, true rose of Jericho, Maryam’s flower, flower of St Mary, St. Mary’s flower, Mary’s flower, and white mustard flower নামেও অভিহিত করা হয় বলে নিবন্ধটি পড়ে জানা যায়। তাছাড়া নিবন্ধটি পড়ে মরিয়ম ফুলের বৈজ্ঞানিক নাম Anastatica hierochuntica এবং গোত্র Brassicaceae সম্পর্কেও জানা যায়।
এছাড়া, উক্ত ওয়েবসাইটে সবুজ অবস্থায় মরিয়ম ফুলের গাছের ছবি পাওয়া যায়। মরিয়ম ফুলের গাছের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির গাছের সাথে স্পষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়।
তাছাড়া, ইসরায়েল ভিত্তিক ওয়েবসাইট Flowers in Israel এ “Anastatica hierochuntica, Rose of Jericho, Resurrection plant, Virgin’s Hand, Mary’s flower, Hebrew: שושנת-יריחו אמיתית, Arabic: Keff Maryam (كف مريم), shajarat Maryam (شجرة مريم)” শিরোনামে প্রকাশিত একটি নিবন্ধতেও মরিয়ম ফুলের গোত্র Cruciferae / Brassicaceae জানা যায় যা আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির গাছের গোত্রের থেকে পুরোপুরি আলাদা।
অধিকন্তু, আমেরিকা সরকার কর্তৃক পরিচালিত বিশ্বের সর্ববৃহৎ মেডিক্যাল লাইব্রেরি National Library of Medicine এর ওয়েবসাইটে “Phytochemical Analysis of Anastatica hierochuntica and Aerva javanica Grown in Qatar: Their Biological Activities and Identification of Some Active Ingredients” শিরোনামে পাওয়া একটি রিসার্চ পেপারে মরিয়ম ফুলের গাছের প্রাপ্তিস্থান হিসেবে কাতার, মিশর, সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ইরাকের মতো আরব দেশের শুষ্ক অঞ্চল এবং দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু দেশ উল্লেখ করা হয়। অর্থাৎ, দেখা যাচ্ছে, মরিয়ম ফুলের গাছের প্রাপ্তিস্থান এবং আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির গাছের প্রাপ্তিস্থানের মধ্যেও পার্থক্য আছে।
মূলত, হাওয়াই দ্বীপপুঞ্জের haleakalā silversword নামের গাছকে মরিয়ম ফুলের গাছ দাবিতে প্রচার করা হচ্ছে। তাছাড়া, haleakalā silversword গাছ ফুল ধরার পর দ্রুতই মারা গেলেও গাছটি সবসময় ৭ বছর বয়সে মারা যায় না। ৭ বছরে মারা যেতে পারে, তবে তাদের গড় আয়ু ১২ বছর এবং ৩ থেকে ৯০ বছরের মধ্যে যেকোনো সময় ফুল ধরে মারা যেতে পারে।
সুতরাং, ইন্টারনেটে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির গাছটি মরিয়ম গাছের ছবি এবং গাছটি ৭ বছর বয়সে ফুল ধরার পর সাতদিনের মধ্যে মারা যায় শীর্ষক দাবিতে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।
তথ্যসূত্র
- Plant Net – Argyroxiphium sandwicense DC.
- Garden En – Image: Haleakala silversword – flowering habit (Argyroxiphium sandwicense subsp macrocephalum)
- National Park Service – Haleakala Silverswords
- Haleakala Crater – Maui Plant of the Month: Silversword
- Summit Post – HALEAKALÂ SILVERSWORD IN BLOOM
- Unacademy – Hawaiian Silverswords
- University of Hawai’i – Mauna Kea and Mauna Loa silversword: alive and perpetuating
- Jungle Dragon – Anastatica
- Flowers in Israel – Anastatica hierochuntica, Rose of Jericho, Resurrection plant, Virgin’s Hand, Mary’s flower, Hebrew: שושנת-יריחו אמיתית, Arabic: Keff Maryam (كف مريم), shajarat Maryam (شجرة مريم)
- National Library of Medicine – Phytochemical Analysis of Anastatica hierochuntica and Aerva javanica Grown in Qatar: Their Biological Activities and Identification of Some Active Ingredients
- Rumor Scanner’s own analysis