সম্প্রতি, সারা বাংলাদেশে চালু হতে যাচ্ছে জামায়াতে ইসলামীর ট্রান্সপোর্ট সার্ভিস দাবিতে একটি বাসের ছবি সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। বাসটির গায়ে ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘ লেখা এবং লোগো রয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন- এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতে ইসলামী সারাদেশে ট্রান্সপোর্ট সার্ভিস চালুর কোনো ঘোষণা দেয়নি বরং, কোনো তথ্য প্রমাণ ছাড়াই একটি সম্পাদিত বাসের ছবির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ট্রান্সপোর্ট সার্ভিস চালুর তথ্য মূলধারার কোনো গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। পরবর্তীতে, জামায়াতে ইসলামীর অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট পর্যবেক্ষণ করেও আলোচিত এই দাবির বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
অনুসন্ধানে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া (বুসিড) নামের গেমের বাস মুডের গ্যারেজের একটি ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির গাড়ির গ্যারেজের কিছুটা সাদৃশ্য লক্ষ্য করা যায়।

এই গেমসে বাস মুড ও বাস স্ক্রিন পরিবর্তন করা যায়। রিউমর স্ক্যানারের পর্যবেক্ষণে আলোচিত দাবিতে প্রচারিত বাসের ছবিটি এই গ্যারেজের ফুটেজের ওপরই সম্পাদনা করে তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
এ বিষয়ে জানতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের প্রচার ও মিডিয়া বিভাগের পরিচালক আশরাফুল আলম ইমনের সাথে যোগাযোগ করলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, বিষয়টি সম্পূর্ণ গুজব ও প্রোপাগান্ডা।
সুতরাং, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামী ট্রান্সপোর্ট সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Statement from Jamaat-e-Islami
- Rumor Scanner’s Own Analysis