সম্প্রতি “এইমাত্র মুক্তি পেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তির দাবীটি ভুয়া এবং তিনি এখনো কারাগারে রয়েছেন।
মূলত রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম মাদানী গত ৭ এপ্রিল র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) কর্তৃক গ্রেফতার হন। BBC News বাংলা এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
দেশীয় গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ তথ্যানুযায়ী তিনি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্বীকারোক্তি দিয়েছেন। Daily Star এর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে।
এছাড়াও তার জামিনে মুক্তি পাওয়ার বিষয়ে নতুন কোন তথ্য পাওয়া যায়নি এবং দেশের মূলধারার কোন গণমাধ্যমেও এখন পর্যন্ত এ সংক্রান্ত কোন তথ্য প্রকাশিত হয়নি।
সুতরাং, মাওলানা রফিকুল ইসলাম মাদানীর মুক্তি পাওয়ার দাবীটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।
[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]
- Claim Review: মাওলানা রফিকুল ইসলাম মাদানী মুক্তি পেয়েছেন
- Claimed By: Facebook Posts
- Fact Check: False
[/su_box]