দাবি: কোটা আন্দোলনে ছয় নেতা আটকের সময় তাদের হোটেল কক্ষ থেকে ৪৫ লাখ টাকা ও ৯ টি দেশী অস্ত্র উদ্ধার। ফেসবুক পোস্ট এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্ট
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের ছয় নেতার হোটেল রুম থেকে ৪৫ লাখ টাকা ও ৯ টি দেশী অস্ত্র সহ আটকের দাবিটি প্রচার করা হলেও এমন কোনো ঘটনার তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি। কোটা আন্দোলনের সমন্বয়ক হিসেবে ছয় জনের নাম গণমাধ্যমে এসেছে যাদের ডিবি হেফাজতে নিয়ে যাওয়ার খবর পাওয়া যাচ্ছে গণমাধ্যমে। তবে হেফাজতে নেওয়ার সময় তাদের সঙ্গে কোনো আগ্নেয়াস্ত্র কিংবা নগদ অর্থ উদ্ধারের তথ্য ডিবি’র সূত্রে পাওয়া যায়নি। দেশের কোনো গণমাধ্যমেও এমন তথ্য আসেনি। গত ০১ আগস্ট তাদের ছেড়েও দেওয়া হয়েছে।
সুতরাং, কোটা আন্দোলনের নেতাদের কক্ষ থেকে টাকা ও অস্ত্র উদ্ধারের দাবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে; যা সম্পূর্ণ মিথ্যা।
বিঃদ্রঃ দেশের চলমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় প্রথাগত পদ্ধতির পরিবর্তে দ্রুততম সময়ে সংক্ষিপ্ত আকারে ফ্যাক্টচেক প্রকাশের উদ্যোগ হিসেবে এই ফ্যাক্টচেকটি প্রকাশিত হলো।
তথ্যসূত্র
- The Daily Star: ছাড়া পেলেন ৬ সমন্বয়ক, গত ২ দিন ডিবি কার্যালয়ে তারা অনশনে ছিলেন
- Rumor Scanner’s own analysis