Fact Check: হার্ট অ্যাটাক করা বাবাকে রেখে ছেলের গেম খেলার ঘটনাটি ভুয়া

সম্প্রতি “ছেলেটির বাবার হার্ট অ্যাটাক (Ant MI) হয়েছে, মায়ের চোখে-মুখে অস্থিরতা। এদিকে ছেলে মোবাইলে ‘ক্ল্যাশ অব ক্ল্যান’ গেমস খেলেই যাচ্ছে” শীর্ষক শিরোনামে একটি তথ্য ও ছবি একজন ডাক্তারের বরাতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল কিছু ফেসবুক পোস্টের আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ছবির ছেলেটি তার বাবার হার্ট অ্যাটাকের জন্য নয় বরং তার মায়ের রেগুলার চেক-আপ এর রিপোর্ট সংগ্রহ করতে হাসপাতালে গিয়েছিলো এবং অবসর সময়ে গেমস খেলছিলো। এছাড়া ছেলেটির বাবা দীর্ঘদিন যাবৎ প্রবাসে অবস্থানরত।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর ছেলেটির বড় বোন রিউমর স্ক্যানারের সাথে যোগাযোগ করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশের অনুরোধ জানালে আমরা তার থেকে সকল প্রমাণাদি গ্রহণ করি।

বিষয়টি অধিক যাচাইয়ের জন্য ছেলেটি (নাম প্রকাশে অনিচ্ছুক) অডিও বার্তার মাধ্যমে রিউমর স্ক্যানার টিমের একজন প্রতিনিধিকে জানান, সে গত ২৩ জুলাই আনুমানিক সকাল ০৯ ঘটিকায় সিলেটে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তার মায়ের স্বাভাবিক চেকাপের টেস্ট রিপোর্ট আনতে গিয়েছিলো এবং রিপোর্টটি পেতে কিছু সময় দেরী হওয়ায় সে অবসর সময় পার করতে মোবাইলে ভিডিও গেমস খেলে। অডিও বার্তাটি শুনুন নিচেঃ

ভাইরাল হওয়া ছবি (বাম পাশে) এবং ভুক্তভোগী (ডান পাশে)। গোপনীয়তার জন্য ছবি ব্লার করা হয়েছে

তিনি আরো জানান, তার বাবা দীর্ঘ ১৫ বছর যাবৎ লন্ডনে অবস্থান করছেন এবং ডায়াবেটিস ছাড়া তার কোন সমস্যা নেই।

প্রসঙ্গত, ঘটনাটি নিয়ে ছেলেটির বাবা-মা উভয়েই ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মায়ের করা ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
বাবার করা পোস্টটি দেখুন এখানে।

উক্ত ঘটনাটি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত কোন বিবৃতি সংগ্রহ করা যায় নি।

অর্থাৎ, ছেলেটির তার মায়ের রিপোর্ট সংগ্রহ করতে গিয়ে অবসর সময় অতিবাহিত করার মুহুর্তের ছবি তুলে ভুয়া দাবীতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও গুজব।

[su_box title=”True or False” box_color=”#f30404″ radius=”0″]

  • Claim Review: হার্ট অ্যাটাক করা বাবাকে এডমিশন না করিয়ে গেমস খেলছে ছেলে
  • Claimed By: Facebook Posts
  • Fact Check: False

[/su_box]

আরও পড়ুন

spot_img