মঙ্গলবার, অক্টোবর 8, 2024
spot_img

ফয়জুল লতিফ চৌধুরী বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পাননি

গত ০৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী প্রেক্ষাপটে ১০ আগস্ট বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করেন। পরবর্তীতে অর্থনীতিবিদ ও সাহিত্যিক ফয়জুল লতিফ চৌধুরী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শীর্ষক একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফয়জুল লতিফ

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ফয়জুল লতিফ চৌধুরী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হননি বরং নতুন কোনো মহাপরিচালক নিয়োগ নূ হওয়ায় বর্তমানে বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। 

অনুসন্ধানে বাংলা একাডেমির অফিশিয়াল ওয়েবসাইটে বর্তমানে কর্মরত কর্মকর্তাদের তালিকা খুঁজে পাওয়া যায়। উক্ত তালিকায় ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী’র নাম খুঁজে পাওয়া যায়। এ বিষয়ে বাংলা একাডেমির জনসংযোগ উপবিভাগের উপপরিচালক নার্গিস সানজিদা সুলতানা রিউমর স্ক্যানারকে জানান, সাবেক মহাপরিচালক ড. মো. হারুন-উর-রশিদ আসকারী পদত্যাগ করার পর থেকে নতুন মহাপরিচালক এখনো নিযুক্ত হয়নি এবং বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন।

সুতরাং, ফয়জুল লতিফ চৌধুরী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন দাবিতে ফেসবুকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • Bangla Academy:  Officer List
  • Rumor Scanner’s Own Analysis
RS Team
Rumor Scanner Fact-Check Team

আরও পড়ুন

- Advertisment -spot_img
spot_img
spot_img