সম্প্রতি, “সবাইকে অবাক করে দিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর এই প্রথম প্রকাশ্যে সিলেটে টেইক ব্যাক আওয়ামী লীগ, মিছিল শিক্ষার্থীদের” শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
টিকটকে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে।
ইন্সটাগ্রামে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে।
থ্রেডসে প্রচারিত ভিডিও দেখুন এখানে, এখানে।
এক্সে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ইউটিউবে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সিলেটে শিক্ষার্থীদের মিছিলে ‘টেইক ব্যাক আওয়ামী লীগ’ বলে স্লোগান দেয়া হয়নি বরং, শিক্ষার্থীদের ‘ব্যান ব্যান, আওয়ামিলীগ’ শীর্ষক স্লোগানের ভিডিওকে সাম্প্রতিক সময়ে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে, আলোচিত ভিডিওটি থেকে প্রাপ্ত ইমেজ রিভার্স সার্চের মাধ্যমে সৈয়দ মিসবাউল হক মোহন নামক একটি ফেসবুক অ্যাকাউন্টে চলতি বছরের ০৯ মে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে থাকা ভিডিওটির হুবহু সাদৃশ্য দেখতে পাওয়া যায়।

উক্ত ভিডিওর প্রথম সারিতে থাকা এক ব্যক্তির সাথে ভিডিওটি প্রচারকারী সৈয়দ মিসবাউল হক মোহন নামের ঐ ব্যক্তির চেহারায় মিল খুঁজে পাওয়া যায়। একই সাথে জানা যায় তিনি, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিলেট মহানগর শাখার যুগ্ন সাধারন সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট জেলা শাখার সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরবর্তীতে, বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাদের সেদিনের স্লোগানটি ছিল- “ব্যান ব্যান, আওয়ামিলীগ, নিষিদ্ধ নিষিদ্ধ আওয়ামিলীগ।”
পাশাপাশি, সৈয়দ মিসবাউল হক মোহন রিউমর স্ক্যানারকে মূল ভিডিওটি সরবরাহ করেছেন। ভিডিওটির মেটাডাটা বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি চলতি বছরের ০৯ মে তারিখে ধারণ করা হয়েছে।
অর্থাৎ, প্রচারিত ভিডিওতে ‘টেইক ব্যাক আওয়ামী লীগ’ শীর্ষক কোনো স্লোগান ব্যবহার করা হয়নি তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।
সুতরাং, সিলেটে শিক্ষার্থীরা ‘টেইক ব্যাক আওয়ামী লীগ’ শীর্ষক স্লোগান দিয়েছে শীর্ষক দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Syed Misbaul Haque Mohan: Facebook Video
- Statement from: Syed Misbaul Haque Mohan
- Meta Data Analysis by Rumor Scanner