সজীব ওয়াজেদ জয় গ্রেফতার দাবিতে প্রথম আলো ও আনন্দবাজারের নামে ভুয়া সংবাদের স্ক্রিনশট প্রচার


প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ মে দিন ধার্য করেছেন আদালত। এরই প্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয় ইন্টারপোলের হাতে গ্রেফতার হয়েছেন দাবিতে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো ও ভারতের গণমাধ্যম আনন্দবাজারের ফেসবুক পেজের কথিত পোস্টের স্ক্রিনশটের পৃথক দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)৷

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সজীব ওয়াজেদ জয় ইন্টারপোলের হাতে গ্রেফতার হয়েছেন দাবিতে প্রথম আলো ও আনন্দবাজার কোনো সংবাদ প্রচার করেনি বরং, গণমাধ্যমগুলোর ফেসবুক পেজে পেজে পূর্বে প্রকাশিত পোস্টের স্ক্রিনশটের ছবির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ছবিগুলো প্রতিস্থাপন করা হয়েছে।

প্রথম আলোর ফেসবুক স্ক্রিনশট যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে প্রথম আলোর লোগো রয়েছে এবং এটি গণমাধ্যমটির ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে৷

উক্ত তথ্যের সূত্র ধরে প্রথম আলোর ফেসবুক পেজ যাচাই করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া প্রথম আলোর ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত স্ক্রিনশটটি ২০ মিনিট পূর্বে প্রথম আলোর ফেসবুক পেজ থেকে প্রকাশিত বলে দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে দেখা যায়, এই একটি স্ক্রিনশটই ফেসবুকে প্রচার করা হয়েছে। কিন্তু আলোচিত শিরোনাম সম্বলিত কোনো স্ক্রিনশট প্রথম আলোর ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হলে সেটির বিভিন্ন সময়ের স্ক্রিনশট ফেসবুকে পাওয়া যেত, কিন্তু তা ঘটেনি। এর ভিত্তিতে প্রতীয়মান হয় যে, এই স্ক্রিনশটটি সম্পাদিত। প্রথম আলোর পেজে ২০ মিনিট পূর্বে প্রচারিত কোনো পোস্টের স্ক্রিনশটের ছবির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি প্রতিস্থাপন করা হয়েছে ও ক্যাপশনে ‘গ্রেফতার ভারত সফর করতে গিয়ে ইন্টারপোলের হাতে গ্রেফতার হলেন পলাতক সজীব ওয়াজেদ জয়পলাতক সজীব ওয়াজেদ জয়’ যুক্ত করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

আনন্দবাজারের ফেসবুক স্ক্রিনশট যাচাই

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত স্ক্রিনশটটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি আনন্দবাজারের ফেসবুক পেজ থেকে সংগ্রহ করা হয়েছে৷

উক্ত তথ্যের সূত্র ধরে আনন্দবাজারের ফেসবুক পেজ যাচাই করে আলোচিত শিরোনাম সম্বলিত কোনো পোস্ট খুঁজে পাওয়া যায়নি। এছাড়া আনন্দবাজারের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

আলোচিত স্ক্রিনশটটি ০১ ঘন্টা পূর্বে আনন্দবাজারের ফেসবুক পেজ থেকে প্রকাশিত বলে দেখা যাচ্ছে। পর্যবেক্ষণ এবং বিশ্লেষণে দেখা যায়, এই একটি স্ক্রিনশটই ফেসবুকে প্রচার করা হয়েছে। কিন্তু আলোচিত শিরোনাম সম্বলিত কোনো স্ক্রিনশট আনন্দবাজারের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হলে সেটির বিভিন্ন সময়ের স্ক্রিনশট ফেসবুকে পাওয়া যেত, কিন্তু তা ঘটেনি। এর ভিত্তিতে প্রতীয়মান হয় যে, এই স্ক্রিনশটটি সম্পাদিত। আনন্দবাজারের পেজে ০১ ঘন্টা পূর্বে প্রচারিত কোনো পোস্টের স্ক্রিনশটের ছবির স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তা আলোচিত ফটোকার্ডটি প্রতিস্থাপন করা হয়েছে ও ক্যাপশনে ‘কেনো গ্রেফতার হলেন জয়। বিস্তারিত… #kolkatagoldprice Gold Price Today #GoldPriceUpdate’ যুক্ত করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

প্রচারিত দাবিটি গত ২০ মে দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও এই প্রতিবেদন প্রকাশের (২১ মে রাত) সময়েও সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পেজে পোস্ট প্রকাশ হতে দেখা যায়।

এছাড়া, সজীব ওয়াজেদ জয়কে গ্রেফতার করা হলে তা গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করার কথা; কিন্তু গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট সূত্রে উক্ত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সজীব ওয়াজেদ জয় গ্রেফতার হয়েছেন দাবিতে প্রথম আলো ও আনন্দবাজারের নামে প্রচারিত স্ক্রিনশটগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

আরও পড়ুন

spot_img