সম্প্রতি, হিন্দু নারীদের হাত থেকে শাঁখা পলা খুলে নেওয়া হচ্ছে। নারী শিশুদের নির্যাতন করা হচ্ছে! গত ১৬ বছর কী এ বাংলাদেশ দেখেছিলেন, এ কেমন বাংলাদেশ? দাবিতে একটি ভিডিও ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত ভিডিওটি হিন্দু নারীদের হাত থেকে শাঁখা পলা খুলে নেওয়ার কিংবা নারী শিশুদের নির্যাতন করার কোনো দৃশ্য নয় বরং, ভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ ব্যবহার করে আলোচিত দাবিটি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম বাংলা ট্রিবিউনের লোগো দেখতে পাওয়া যায়। সে অনুযায়ী কি-ওয়ার্ড সার্চ করে, গত ১০ ফেব্রুয়ারী বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে প্রকাশিত, ‘শাহবাগে সড়ক অবরোধ করা প্রাথমিকের আন্দোলনকারী শিক্ষকদের সরাতে পুলিশের জলকামান ও লা’ঠি’চা’র্জ’ ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটির সাথে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিও থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী, আন্দোলনকারী প্রাথমিকের শিক্ষকেরা শাহবাগে জড়ো হলে সড়ক অবরোধ করা প্রাথমিকের আন্দোলনকারী শিক্ষকদের সরাতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ করে। এ বিষয়ে ডেইলি স্টারে একইদিনে প্রকাশিত ‘শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান’ প্রতিবেদন থেকেও ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ, এই ভিডিওটির সাথে আলোচিত দাবিটির কোনো সম্পর্ক নেই।
সুতরাং, ভিন্ন ঘটনার ভিডিওকে হিন্দু নারী শিশু অত্যাচারের দৃশ্য দাবিতে ইন্টারনেটে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথ্যসূত্র
- Dhaka Tribune Facebook Post
- The Daily Star: শাহবাগে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান